Top
সর্বশেষ

দেশের দুই চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
দেশের দুই চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
নিজস্ব প্রতিবেদক :

আগামী মাসের (১ মার্চ) শুরুতে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। এ সফরে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে টাইগারদের লড়াই দেখতে মুখিয়ে দর্শকেরা।

এই সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য ইতিমধ্যে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ইংলিশদের বিপক্ষে দ্বি-পাক্ষিক এই সিরিজ দর্শকরা কোথায় দেখতে পারবেন, তাও জানিয়ে দিল বিসিবি।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের ম্যাচগুলো সাধারণ দর্শকরা দেখতে পারবেন দেশের দুই বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ও জিটিভির পর্দায়।

এদিকে ইংলিশদের বিপক্ষে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরছেন তামিম ইকবাল। তাছাড়াও বিপিএলে দারুণ খেলে স্কোয়াডে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। আর বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি ও নাসুম আহমেদ।

অন্যদিকে এই সফর দিয়ে প্রথমবারের মতো জস বাটলারের দল টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। তবে সূচি অনুসারে দুটি প্রস্তুতি খেলার কথা ছিল ইংলিশদের। কিন্তু সিরিজ শুরুর আগে কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

 

ওয়ানডে সিরিজের জন্য দুই দলের স্কোয়াড

বাংলাদেশ (১ম ও ২য় ওয়ানডে)
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

ইংল্যান্ড
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলি, জফরা আর্চার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, দাউভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

বিপি/ আজাদ

শেয়ার