Top
সর্বশেষ

দর পতনের শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

১১ ফেব্রুয়ারি, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৭ বারে ৭ লাখ ৪ হাজার ৫৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২০ বারে ৪ হাজার ৩৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮ বারে ২ হাজার ৩৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-তশরিফার ৬ দশমিক ৪০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৬ দশমিক ১৭ শতাংশ, জেনারেশন নেক্সটের ৬ দশমিক ০৬ শতাংশ, এ্যাপোলো ইস্পাতের ৫ দশমিক ৯৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৯ শতাংশ ও মীর আখতার হোসাইনের শেয়ার দর ৫ দশমিক ৯৫ শতাংশ কমেছে।

শেয়ার