কক্সবাজারে আবাসিক হোটেল ‘সি বার্ড’ থেকে এক তরুণীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান (৫১) নামে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হাটহাজারী থানাধীন চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান বাগেরহাট জেলার বাগেরহাট থানার আতাইকাঠী এলাকার আব্দুল জব্বারের ছেলে। সেখানে তার স্ত্রী ও দুই সন্তান আছে বলে র্যাবকে জানিয়েছেন মোস্তাফিজ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।
তিনি জানান, ‘গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকায় সি বার্ড আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান নিহত তরুণীসহ স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ১৪ ফেব্রুয়ারি ওই হোটেলে ওঠেন। ১৫ ফেব্রুয়ারি দুপুরে মোস্তাফিজ হোটেলের রুমের বাইরে তালা দিয়ে চলে যান। পরে ভেতরে আলো জ্বলতে দেখে হোটেল বয় ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে মোস্তাফিজ পলাতক ছিলেন।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর মোস্তাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে উঠলেও তারা স্বামী-স্ত্রী নন। আগেও কয়েকবার তিনি অন্য নারীদের নিয়ে বিভিন্ন হোটেলে যাতায়াত করেছেন। তবে, এবার এই তরুণীকে নিয়ে হোটেল কক্ষে অবস্থানকালে বাক-বিতণ্ডা হয়। টাকা কম দেওয়া নিয়ে এ বাক-বিতণ্ডা হয় বলে মোস্তাফিজ জানিয়েছেন। এর সূত্র ধরে ওই তরুণীর ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে হোটেল থেকে পালিয়ে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।’
র্যাব কর্মকর্তারা জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সকাল ৭টা ৫৮ মিনিটে ওই তরুণীকে নিয়ে মোস্তাফিজ হোটেলে প্রবেশ করেন। তার নাম হোটেল রেজিস্ট্রারে জেসমিন আক্তার লেখা হয়।
র্যাব জানায়, নিহত তরূণীর সঠিক পরিচয় পাওয়া যায়নি। এমনকি নিহত তার অভিভাবকত্ব কেউ দাবি না করায় তার সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। এমনকি তার ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে পরিচয় সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা যায়। ময়নাতদন্তের পর নিহত তরুণীর অভিভাবকত্ব কেউ দাবি না করায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাত হিসেবে লাশ দাফন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ইতোপূর্বে মোস্তাফিজুর রহমান পাঁচবার গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা ও কক্সবাজার জেলায় চারটি মামলা সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এর আগে ২০১৮ সালের ২৩ জুন জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করা হয়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ‘ঘটনার পর মোস্তাফিজুর রহমান কখনও মসজিদে আবার অন্যস্থানে আত্মগোপনে ছিল। সে মাদকসেবী।’