Top

দেশে বিএনপি আগুন সন্ত্রাসীদের মাঠে নামিয়েছেন: তথ্যমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
দেশে বিএনপি আগুন সন্ত্রাসীদের মাঠে নামিয়েছেন: তথ্যমন্ত্রী
রংপুর প্রতিনিধি :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা দেশে বিএনপি আগুন সন্ত্রাসীদের মাঠে নামিয়েছেন। বিশ্ব এস্তেমা থেকে রংপুর আসার পথে এক মুসল্লীকে আগুনে পুড়ে হত্যা করেছেন। আর এক ট্রাক চালককে আগুনে পুড়িয়ে অংঙ্গার করেছেন।

বিএনপি একটি বিষধর সাপ, সুযোগ পেলে আবার ছোবল দিবে। তারা এর আগেও আগুন সন্ত্রাসের মাধ্যমে এদেশের জনগণকে ছোবল মেরেছিল। বিএনপির আগুন সন্ত্রাসের মত এবার পদযাত্রায় নেমেছে। পদযাত্রা থেকে জনগণকে বাঁচাতে আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিয়েছে।

তিনি শনিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর মহানগর আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, অনেক বিদেশী আমাদের দেশে এসেছিলো। বিএনপি বিদেশীদের সাথে সাক্ষার করার জন্য অনুমতি চেয়েছিলো। বিদেশীরা তাদের সাথে সাক্ষাত করেন নাই। আর অ্যাপান্টমেন্ট দিচ্ছে না। কারণ তাদের আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। আর তারা জানে এই দলকে সমর্থন দিলে, এদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।

তিনি বলেন, এরশাদ ও বেগম খালেদা জিয়ার আমলে রংপুরে কোন উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে রংপুর বিভাগ হয়েছে, সিটি করপোরেশন হয়েছে, মেট্রোপলিটন সিটি হয়েছে, রংপুর-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ শেষ পর্যায়ে। এখন আধুনিক নগরীতে পরিণত হয়েছে রংপুর। উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে আগামীতেও থাকবে।

রাজনীতিতে পরিত্যক্তদের নিয়ে ৩৪ দলীয় জোট গঠন করেছে বিএনপি। এটা ৩৪ দলীয় জোট নয়, এটা টোকাইদের জোট। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। তাই আবোল তাবোল না বলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দেন তথ্যমন্ত্রী। তা না হলে উকিল আব্দুস সাত্তারের মত অনেক নেতাকর্মী আগামী নির্বাচনে অংশ নিয়ে আপনাদের মুখে কুলুপ এঁটে দেবে।

রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সফুরা বেগম, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক এম এ মাজেদ, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান শফি, সাবেক সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল প্রমুখ।

শেয়ার