Top
সর্বশেষ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন : এবার সাড়ে ৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়াবে চসিক

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন : এবার সাড়ে ৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়াবে চসিক
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সোমবার (২০ ফেব্রুয়ারি) সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ১৩২১টি স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্রে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন করবেন চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে চসিক স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী। এসময় চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চসিক স্বাস্থ্য বিভাগ জানায়, ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৮১ হাজার শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার শিশুকে ১টি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও এ ক্যাম্পেইনে জন্মের পরপর শিশুকে শালদুধ খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

চসিক স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুদের অপুষ্টি ও মৃত্যুর হাত থেকে রক্ষা করতে ভিটামিন ‘এ’ প্লাসের কোন বিকল্প নেই। যে কারণে সরকারীভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুধুমাত্র ১দিন পালিত হলেও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় যাতে কোন শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হতে বাদ না পড়ে সে লক্ষ্যে পরবর্তী সময়ে চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে চসিক স্বাস্থ্য বিভাগ পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্রগুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উল্লেখ্য, গত বছরের ১৫ থেকে ১৯ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চসিক এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭৮,৪৮৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪,৪৬,৪৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যার অর্জিত লক্ষ্যমাত্রা ছিল শতকরা ৯৫.৯৭%।

 

শেয়ার