Top

মাত্র ১ মিনিটে মোটরসাইকেল চুরি করে তারা

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
মাত্র ১ মিনিটে মোটরসাইকেল চুরি করে তারা
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে মাত্র এক মিনিটেই মোটরসাইকেল চুরি করে হাওয়া হয়ে যেতো একটি মোটরসাইকেল চোরচক্র। এমন ঘটনায় তদন্তে নামে পাঁচলাইশ থানা পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে দুই মোটরসাইকেল চোরকে শনাক্ত করে পুলিশ। এরপর তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।

নজরদারির একপর্যায়ে শনাক্ত হওয়া সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মো. আনোয়ার হোসেন (৩৫) ও মো. সাজ্জাদ (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ পূর্ব গেট দিয়ে প্রবেশ করে। এসময় তাদের ওপর সতর্ক দৃষ্টি রাখে পুলিশ। মো. আনোয়ার হোসেন মেডিকেলের পূর্ব গেটের পাশে রাখা একটি মোটর সাইকেলে বসে সাজ্জাদের ক্লিয়ারেন্স পেয়ে তার হাতে থাকা মাস্টার কি-দিয়ে মোটর সাইকেলটির লক খুলে ইঞ্জিন চালু করলে পুলিশের অভিযান টিম মো. আনোয়ার হোসেন ও মো. সাজ্জাদকে আটক করে। তাদের দেয়া তথ্যে কক্সবাজার জেলার রামু থানাধীন বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো.ইউসুফ প্রকাশ মেকানিক ইউসুফকে (২৪) আটক করা হয়। ইউসুফের দেয়া তথ্যে টেকনাফ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাইমাল ক্রয়-বিক্রয়কারী ও চোর চক্রের সদস্য মো. জাহিদুল ইসলামকে (২০) আটক করে পুলিশ। এসময় আনোয়ার ও সাজ্জাদের কাছ থেকে ১টি, ইউসুফের কাছ থেকে ৩টি ও জাহিদুলের কাছ থেকে ৩টিসহ মোট ৭টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি করা হয় এই চোর চক্রকে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতকানিয়ার উত্তর ঢেমশার নুরুল আলমের ছেলে মো.আনোয়ার হোসেন (৩৫), পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার আব্দুল খালেকের ছেলে মো.সাজ্জাদ (২৭), কক্সবাজারের রামু থানার মধ্যম মেরংলোয়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো.জাহেদুল ইসলাম (২০) ও ঘোনারপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মো.ইউসুফ প্রকাশ মেকানিক ইউসুফ (২৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোখলেসুর রহমান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় আনোয়ার ও সাজ্জাদ সরাসরি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। একটি মোটরসাইকেল চুরি করতে তাদের দুইজন সদস্য স্পটে থাকে। একজনের কাজ হচ্ছে মোটরসাইকেল মালিকের গতিবিধি লক্ষ্য করা, অন্যজন মোটরসাইকেলটি কিছু সময় পর্যবেক্ষণ করে। মাত্র ৪৫ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে মাস্টার চাবি দিয়ে লক ভেঙে মোটরসাইকেল চালু করে। সহযোগীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সরাসরি কক্সবাজারের রামুতে মো.ইউসুফের কাছে বিক্রি করতো।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন মজুমদার জানান, পাঁচলাইশ থানা এলাকার মোটরসাইকেল চুরি যাওয়ার সকল ঘটনাস্থল, রাস্তা, কর্ণফুলী টোল প্লাজাসহ বিভিন্ন স্থান থেকে ৬৫০টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেল চোর মো. আনোয়ার হোসেন ও মো.সাজ্জাদকে শনাক্ত করা হয়।

 

শেয়ার