Top

ইবিতে ছাত্রী নির্যাতন : জানা গেল আরও ৩ অভিযুক্তের নাম

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
ইবিতে ছাত্রী নির্যাতন : জানা গেল আরও ৩ অভিযুক্তের নাম
কুষ্টিয়া প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় জড়িত আরও তিনজনের নাম জানা গেছে। ঘটনার দিন ভয়ে অনেকে মুখ না খুললেও পরে অভিযুক্তদের নাম জানিয়েছেন অনেক ছাত্রী। অভিযুক্তরা হলেন- আইন বিভাগের ইসরাত জাহান মীম, ফাইন আর্টস বিভগের হালিমা খাতুন উর্মী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া। তারা তিনজনই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে অভিযোগের বিষয়টি তারা অস্বীকার করেছেন।

এ বিষয়ে কারো কাছে তথ্য-প্রমাণ থাকলে লিখিত আকারে বা সশরীরে তদন্ত কমিটির আহ্বায়কের কার্যালয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে জমা দিতে বলা হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অভিযুক্ত ইসরাত জাহান মীম বলেন, অন্তরা আপু রাতে আমাকে ফোন করে ওই মেয়েকে গণরুমে নিয়ে যেতে বলেছিল। আমি ও ঊর্মি তাকে গণরুমে রেখে চলে আসি। নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী জানান, হলের নেত্রীকে না জানিয়ে হলে ওঠার কারণে ওই ছাত্রীকে তোপের মুখে পড়তে হয়। বিষয়টি প্রভোস্ট পর্যন্ত গড়ালে পরদিন তার পারিবারিক অসচ্ছলতার কথা বিবেচনা করে তাকে হলের গণরুমে থাকার অনুমতি দেন প্রভোস্ট। এরপর ঘটনার রাতে তাকে আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলার হালিমা খাতুন ঊর্মির মাধ্যমে দোয়েল-১ গণরুমে ডেকে নিয়ে যান ছাত্রলীগ নেত্রী অন্তরা।

ভুক্তভোগী ছাত্রীকে নির্যাতনের বর্ণনা দেন নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রত্যক্ষদর্শী ছাত্রী। তিনি বলেন, ওই মেয়েকে থাপ্পড় মারেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গণরুমের ওপরের দেয়াল এক হাত ভাঙা থাকায় কথা স্পষ্ট শুনতে পেয়েছি আমরা। আমরা চড় থাপ্পড় মারার শব্দ ও অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে পেয়ে ভয়ে কেঁদে ফেলেছিলাম। ওই ভুক্তভোগী ছাত্রীর গণমাধ্যমকে দেওয়া বক্তব্য সত্য। নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রশাসনের করা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে গতকাল শনিবার দুপুরে বাবা ও মামার সঙ্গে ক্যাম্পাসে আসেন ভুক্তভোগী ছাত্রী। প্রক্টরিয়াল বডির নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে আজ বেলা ১২টার দিকে ভুক্তভোগী ছাত্রীকে শেখ হাসিনা হলে নেওয়া হয়। জিজ্ঞাসা শেষে ওইদিন বিকেল সাড়ে ৫টায় বক্তব্য শেষে বাড়ি ফিরে যান ভুক্তভোগী ও তার পরিবার।

প্রসঙ্গত, গত রোববার রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত নবীন এক ছাত্রীকে বিবস্ত্র করে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার ও তার সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের পরের দিন ভয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ভুক্তভোগী ছাত্রী।

শেয়ার