Top
সর্বশেষ

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান আলালের

১১ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান আলালের

বন্দি নেতাকর্মীদের মুক্ত করতে দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘এই দেয়াল ভাঙার মধ্য দি‌য়েই দেশনেত্রীকে মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান‌কে দে‌শে ফি‌রি‌য়ে আন‌ব।’

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ‘ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশি সাজা প্রদান’ এবং দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদকে ‘অযথা কারাগারে পাঠানোর’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে আলাল বলেন, ‘শিক্ষকদের আন্দোলনে মরিচের গুঁড়া ছেটানো এই সরকার ইসরায়েলের কাছ থেকে টিয়ারগ্যাস কিনে বেগম খালেদা জিয়ার মিছিলে ছিটিয়েছে। এই সরকার তারেক রহমানের বিরুদ্ধে মামলা করবে, সাজা দেবে- এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘যেখানে ভয় সেখানেই তো মানুষ জোরে জোরে গান গায়, দলবেঁধে চলে। তাই আমরা দলবেঁধে চলবো। আমাদের যেসব নেতাকর্মী চার দেয়ালের মধ্যে বন্দি, দেয়াল ভেঙেই আমরা তাদের মুক্ত করবো। সেই দেয়াল আমাদেরকেই ভাঙতে হবে। এটাই হোক আজকের প্রতিবাদ সমাবেশের শপথ।’

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রতিদিনই কর্মসূচি আসছে। এসব কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি হচ্ছে। নেতাকর্মীদের সাড়াশব্দ পাওয়া যাচ্ছে। সেজন্য আপনাদের ধন্যবাদ। তবে এই সরকারকে গদি থেকে নামানোর জন্য আরও ব্যাপকভাবে সাড়া দিতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার