Top
সর্বশেষ

১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু বুধবার

২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ
১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু বুধবার
নিজস্ব প্রতিবেদক :

কভিডের জন্য টানা ৩ বছর বন্ধ থাকার পর দেশে পুনরায় চার দিনব্যাপী ‘১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০২৩’ শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) এ মেলা শুরু হবে। যা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক এবং রপ্তানিকারক এসোসিয়েশনের (বিপিজিএমইএ) মিলনায়তনে এ সম্পর্কিত এক সভায় এসব তথ্য জানানো হয়।

বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ লিখিত বক্তব্যে বলেন, বিশ্বের মোট ২১টি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক এই মেলায় অংশগ্রহন করছে। প্রদর্শনীতে যে সকল দেশ অংশগ্রহণ করছে তন্মধ্যে চীন, তাইয়ান, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, শ্রীলংকা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, ইউএসএ, ফ্রান্স, হংকং, ইটালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত উল্লেখযোগ্য।

বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তাছাড়া মেলার প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন এবং মেলার সহযোগি বিদেশি প্রতিষ্ঠান ইয়ার্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের সভাপতি মিস জুডি ইয়াং।

মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম, লুনা প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম কামাল উদ্দিন এবং এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন মেলায় উপস্থিত থাকবেন।

দক্ষিন-পূর্ব এশিয়ার বৃহৎ এ প্লাস্টিক মেলার এবারের আসরে বাংলাদেশসহ মোট ২১টি দেশ অংশগ্রহণ করবে। এতে ৫৮৪টি কোম্পানির ৭৪২টি স্টল থাকবে। মোট কোম্পানির মধ্যে দেশীয় কোম্পানি ৭৭টি এবং বিদেশি কোম্পানি ৪১৭টি।

সভায় জানানো হয়, প্লাস্টিক খাতে মোট ৫৭০ বিলিয়ন ডলারের গ্লোবাল মার্কেট রয়েছে। এর মধ্যে বাংলাদেশের অর্জন মাত্র দশমিক ১ শতাংশ। বিপিজিএমইএ এ খাতে বাংলাদেশের হয়ে ৩ শতাংশ অর্জনের লক্ষ্যে কাজ করছে। লক্ষ্যমাত্রা পূরণ হলে বাংলাদেশের প্লাস্টিক খাতের বার্ষিক অর্জন ১০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

বিপি/এএস/আজাদ

শেয়ার