Top

ফরিদপুরে মাদ্রাসায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
ফরিদপুরে মাদ্রাসায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীর জাহাপুর ইউনিয়নে অবস্থিত দাঁড়ির পাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার নানা দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মাদ্রাসার সামনের মধুখালী-কাদিরদি আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়রা বলেন, মাদ্রাসার কতিপয় কর্মকর্তা তাদের আত্বীয় স্বজনদের অবৈধভাবে নিয়োগ দিয়ে পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। এ প্রতিষ্ঠানটিতে ভারপ্রাপ্ত সুপার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি তফসিরউদ্দিন আহমেদ এর মেঝো ছেলের স্ত্রী শামীমা খাতুনকে। যিনি এ পদের যোগ্য নন। তাছাড়া এই শামীমা খাতুন আয়া হিসাবে যোগদান দেখানো হয়েছিল প্রথমে।

একই সাথে ম্যানেজিং কমিটির সভাপতি তার একক ক্ষমতাবলে অবৈধভাবে তার মেঝো ছেলে, মেঝো ছেলের শ্যালিকা, মেঝো ছেলের বন্ধুর স্ত্রী, ছোট ছেলে, ছোট ছেলের শ্যালক, ছোট ছেলের শ্যালকের স্ত্রী, বড় ছেলের বন্ধুর স্ত্রীকে মাদ্রাসায় বিভিন্ন পদে নিয়োগ প্রদান করেছে। তাছাড়া মাদ্রাসাটিতে নানা অনিয়ম হবার কারণে শিক্ষার কোন পরিবেশ নেই। অবিলম্বে মাদ্রাসার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। একই সাথে অবৈধ নিয়োগ বাতিল করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দান এবং বর্তমান সভাপতির পদত্যাগ দাবী করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ মোতালেব মিয়া, জাহাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ ইরফান শেখ, মোঃ নজরুল ইসলাম নুরু মাতুব্বর, মোঃ জালাল মাতুব্বর, মান্নাফ মুন্সী, কাউসার মিয়া প্রমুখ। মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, দাতা সদস্য, অভিভাবকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ বিষয়ে দাঁড়ির পাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শামীমা খাতুনের সাথে কথা বলার জন্য মাদ্রাসায় গেলে তিনি ছুটিতে আছেন বলে জানানো হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। এদিকে, মাদ্রাসার বর্তমান সভাপতি তফসিরউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার