Top
সর্বশেষ

একসঙ্গে ১৮ লাখ ৮২ হাজার প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড

২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
একসঙ্গে ১৮ লাখ ৮২ হাজার প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক :

মহা শিবরাত্রির রাতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে নতুন রেকর্ড তৈরি হলো। দীপাবলির মতো লাখ-লাখ মাটির প্রদীপে সেজে উঠেছিল নদীর তীর। আর এতেই নাম উঠল গিনেস বুকে।

এদিন জ্বালানো হলো ১৮ লাখ ৮২ হাজার তেলের প্রদীপ। মাত্র ৯ মিনিটের মধ্যে ড্রোনের মাধ্যমে প্রদীপ গণনা করা হয়।

গত দীপাবলিতে ১৫ লাখ ৭৬ হাজার প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়েছিল উত্তরপ্রদেশ অযোধ্যা। এবার সেই রেকর্ড ভাঙল মধ্যপ্রদেশে উজ্জয়িনী।

গণনা শেষের সঙ্গে সঙ্গে মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে সার্টিফিকেট তুলে দেয় গিনেস বুক কর্তৃপক্ষ।

প্রদীপ তৈরি আর জ্বালানোর ২০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্বে ছিলেন। পুরো প্রক্রিয়াটি দেখভালের জন্য ছিলেন ৪০০ সুপারভাইজার।

প্রদীপ জ্বলে ওঠার পর নদীর তীরের অসাধারণ রূপ চাক্ষুষ করতে হাজির হয়েছিলেন কয়েক হাজার ভক্ত ও সাধারণ মানুষ।

গোটা বিষয়টির নাম রাখা হয় ‘জ্যোতি অর্পণম’। মোট ২১ লাখ প্রদীপ জ্বালানো হয়েছিল। শুধুমাত্র নদীর ঘাট নয়, প্রদীপের আলোয় সেজেছিল মন্দির-অফিস এমনকী রাস্তাও।

শেয়ার