আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভাষা আন্দোলন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা একুশের চেতনা বিশ্বাস করে না, তারা ৭১-এ ও বিশ্বাস করে না।’
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এ সময় বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের আজ শুনতে হচ্ছে শহীদ মিনারে নাকি আওয়ামী লীগ দলবাজি করেন। শহীদ মিনারে আমরা ফুল দিয়ে এক মিনিটও দাঁড়াইনি। আমাদের কোনো নেতাকর্মীরাও দাঁড়ায়নি। অথচ শুনতে হয় শহীদ মিনারে আওয়ামী লীগ নাকি দলবাজি করে। অথচ বিএনপির আমলে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মায়া (মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া) ভাইকে মেরে কারা রক্তাক্ত করেছে। আমরা তো ভেবেছি মায়া ভাই মরেই গেছে। কারা করেছে এসব? শহীদ মিনারকে কারা অপবিত্র করেছে। তাদের নেত্রী বিএনপির নেত্রী খালেদা জিয়া শহীদ মিনারে ফুল দিতে গিয়ে তো মূল বেদিতে উঠে গিয়েছিল। আর বলে আমরা নাকি দলবাজি করি।’
বিপি/এএস