Top

বিদেশে যাচ্ছে মাগুরার শিম

২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
বিদেশে যাচ্ছে মাগুরার শিম
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার বিভিন্ন গ্রামের রাস্তার দুই পাশে যে দিকে চোখ যায় শুধু শিম আর শিম খেত। মাগুরা সদরের লক্ষ্মীকন্দর গ্রামটি স্থানীয়ভাবে শিম গ্রাম হিসেবে পরিচিত। সদরের লক্ষ্মীকন্দর বছরের পর বছর ধরে পারনান্দুয়ালী, ঠাকুর বাড়ী, কছুন্দি, রামনগর, বেলনগর, পতুরিয়া, দূর্গাপুরসহ আসপাশের ১০ গ্রামের কমপক্ষে এক হাজার কৃষক এ মাঠে শুধু শিম চাষ করে আসছেন।

চলতি মৌসুমে এ গ্রামে ২০০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। এখানের উৎপাদিত শিম সারাদেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। কিন্তু মধ্যসত্ত্বভোগী ও ব্যাপারীদের দৌরাত্বের কারণে বরাবরই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার কৃষকরা।বর্তমানে যেখানে স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি শিম ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে, সেখানে এখানকার কৃষকরা পাইকারি বাজারের নিয়োগকৃত আড়ৎদার ও ব্যাপারী সিন্ড ষ্টে উৎপাদিত পণ্যের লাভের অধিকাংশ অর্থ চলে যাচ্ছে সিন্ডিকেটের

এ ব্যাপারে একাধিক কৃষক অভিযোগ করেন, মাগুরা পাইকারি কাঁচা বাজারের নিয়োগকৃত দুই-তিনজন ব্যাপারী তাদের এলাকার সব শিম কিনে নেন। অন্য ব্যাপারীদের এলাকায় ঢুকতে না দিয়ে তাদের বেধে দেওয়া ৫ থেকে ৭ টাকা কেজি দামে কৃষকরা শিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যেখানে বর্তমানে স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি শিমের দাম ২০ থেকে ২৫ টাকা।

কৃষদের অভিযোগ, এক বিঘা জমিতে শিম চাষ করতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। অন্যদিকে প্রতি কেজি শিম খেত থেকে ছিঁড়তে খরচ হয় দুই টাকা, এরপর রয়েছে পরিবহন ও আড়ৎদারি খরচ। প্রতি কেজি শিম বিক্রি করে বর্তমানে কৃষকের পকেটে যাচ্ছে পাঁচ টাকারও কম।

জেলা কৃষি বিভাগ ও বাজার বিপণন কর্মকর্তারা বলছেন, শিম চাষিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। তবে তারা প্রশাসনের সহায়তা নিয়ে কৃষকের উৎপাদিত সবজির ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য কাজ করে যাচ্ছেন।

কৃষদের অভিযোগ, এক বিঘা জমিতে শিম চাষ করতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। অন্যদিকে প্রতি কেজি শিম খেত থেকে ছিঁড়তে খরচ হয় দুই টাকা, এরপর রয়েছে পরিবহন ও আড়ৎদারি খরচ। প্রতি কেজি শিম বিক্রি করে বর্তমানে কৃষকের পকেটে যাচ্ছে পাঁচ টাকারও কম।

স্থানীয় ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিকুঞ্জ কুমার মণ্ডল বলেন, লক্ষ্মীকন্দর মাঠের শিম আকারে বড় ও মোটা, খেতেও অত্যন্ত সুস্বাদু। যে কারণে সারাদেশের পাশাপাশি বিদেশের বাজারেও এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এখানে উৎপাদিত শিম ঢাকা ও বিদেশে রপ্তানি হচ্ছে বলেও জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান জানান, এ গ্রামের মাঠে ২০০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। এখানকার শিম সারাদেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। যে কারণে লক্ষ্মীকন্দরকে নিরাপদ সবজি গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।

শেয়ার