Top
সর্বশেষ

প্রতিপক্ষের সাথে গেরিলা যুদ্ধ করতে চায় হাথুরুসিংহ

২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
প্রতিপক্ষের সাথে গেরিলা যুদ্ধ করতে চায় হাথুরুসিংহ
নিজস্ব প্রতিবেদক :

পুনর্বার বাংলাদেশের দায়িত্ব নিয়েই কঠিন পরীক্ষায় মুখোমুখি হতে যাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রথম অ্যাসাইনমেন্টেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে লড়বে তার দল। প্রথম দফায় তার অধীনে বেশ কিছু সাফল্য পেয়েছিল বাংলাদেশ। এবারও ভালো করার প্রত্যয় লঙ্কান কোচের চোখেমুখে। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের পরিকল্পনার কথা শোনালেন তিনি।

সোমবার ঢাকায় পা রাখা হাথুরু প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হলেন আজ। তবে নিয়মের ব্যাপারে কঠোর এই কোচ এদিন নির্ধারিত সময়েই মিরপুরের শেরে-ই বাংলার সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করেন। জানালেন আসন্ন ইংল্যান্ড সিরিজে ঘরের মাঠে নিজেদের শক্তির জায়গার কথা মাথায় রেখেই খেলবে দল। গেল বার হাথুরুর অধীনে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো বড় দলকে টেস্ট হারিয়েছিল বাংলাদেশ দল। যদিও সেসময় স্পিন ট্যাকে উইকেট বানিয়ে সাফল্য পেয়েছিল টাইগাররা।

দ্বিতীয় দফায় এবার হাথুরুর অধীনে ঘরের মাঠে কেমন ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তরে হাথুরুর পাল্টা প্রশ্ন, ‘ঘরের মাঠের সুবিধা বলে কি বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ড যাই, কি ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কি করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কি করছে?’

হাথুরুসিংহে যোগ করেন, ‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট ছোট অস্ত্র দিয়েই লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে তাহলে তো আমরা কিছু করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’

বাংলাদেশ ক্রিকেটে বিদেশের মাটিতে সাম্প্রতিক সময়ে সাফল্য পাওয়ার বিষয় তুলে ধরে হাথুরুসিংহে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ওরা ভালো করেছে। নিউজিল্যান্ডে ওরা ভালো করেছে। আমরা একটু আগে আলোচনা করলাম ফাস্ট বোলারদের নিয়ে, যারা উঠে আসছে। এবাদতের কথা মনে আছে। আমার প্রথম নিউজিল্যান্ড সফরে সে ছিল ডেভেলপমেন্ট প্লেয়ার। শান্তও। এখন ওরাই ভালো করছে। সুতরাং এটা করতে সময় লাগে। সব দেশই তাই করে। আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে হবে। আমাদের নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে।’

শেয়ার