কোরিয়া এবং বাংলাদেশ মধ্যকার বাণিজ্যিক, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ঢাকায় শুরু হতে যাচ্ছে কোরিয়ান প্রদর্শনী ২০২৩। আগামী ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে কোরিয়ান পণ্যের বাংলাদেশের ডিস্ট্রিবিউটর ছাড়া মোট ৪০টি কোরিয়ান কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করতে অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে কোরিয়ান প্রদর্শনী সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান রাষ্ট্রদূত হি লি জাং কুন। তাছাড়া কোরিয়ান-বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা শাহাবুদ্দিন খান, কোরিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির পরিচালক কিম শামসু, এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কো ইয়াংইল এবং কোরিয়ান-বাংলাদেশ কমিউনিটির চেয়ারম্যান রু ইয়াং সভায় উপস্থিত ছিলেন।
কোরিয়ান এই প্রদর্শনী মেলায় মূলত কোরিয়ার তৈরি অত্যাধুনিক ইলেকট্রনিক পণ্যসামগ্রী তুলে ধরা হবে। তাছাড়া নানান ইলেক্ট্রিক পণ্য, গার্মেন্টস শিল্পের আধুনিক যন্ত্রপাতি, অটোমোবাইল, কোরিয়ান খাদ্য এবং বিভিন্ন কেমিক্যাল পণ্য মেলায় উপস্থিত থাকবে। কোরিয়ার উৎপাদিত হুন্দাই গাড়ির সর্বশেষ সংযোজন মেলায় প্রদর্শন করা হবে। এছাড়া স্যামসাং, এলজি কোম্পানির অত্যাধুনিক পণ্যসামগ্রী মেলায় তুলে ধরা হবে।
সভায় জানানো হয়, আগামী শনিবার প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে এফবিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং কোরিয়ান রাষ্ট্রদূত হি লি জাং কুন উপস্থিত থাকবেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠদেয় এই মেলা সকাল ১০টা বাজে শুরু হবে। যা সন্ধ্যা ৭টায় পর্যন্ত চলবে। তাছাড়া মেলায় যেকোন বয়সী মানুষ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন।
এবারের মেলার আয়োজক হিসেবে থাকছে কোরিয়ান-বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাছাড়া প্রধান স্পন্সর হিসেবে এলজি ইলেকট্রনিকস এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ফেয়ার টেকনোলজি, এমজিআই এবং ইয়াংগন করপোরেশন অংশ নিবে।
বিপি/এএস/আজাদ