Top

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ , ও প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মসহ ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ক্লাসরুমে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ , কুপ্রস্তাবসহ নানাভাবে বিভিন্ন সময় ছাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন তিনি। এর আগে ছাত্রী হয়রানীর জন্য জেলেও গিয়েছেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক।

শুধু ছাত্রী হয়রানি নয় ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফির টাকা আত্মসাৎ, ম্যানেজিং কমিটির কাছে বিভিন্ন তথ্য গোপন করা, বিভিন্ন খাতের টাকার অস্বচ্ছতা, ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎসহ ব্যাপক আর্থিক হিসাব নিকাশেও অনিয়মের অভিযোগ রয়েছে তার নামে।

এদিকে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও নজর নেই কারও। ক্লাসরুমে নেই বাল্ব, অকেজো হয়ে আছে সিলিং ফ্যান নেই বিদ্যুৎও। ছাত্র ছাত্রী ও শিক্ষকদের আলাদা আলাদা বাথরুম থাকলেও ছাত্রীদের বাথরুম ব্যবহার করেন শিক্ষকসহ অনেকেই ফলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনেক ছাত্রীদের। অভিযোগ রয়েছে নিয়মিত ক্লাস না হওয়ায় এভাবেই খুড়িয়ে চলছে পাঠদান, ফলে ভালো রেজাল্ট করতে পারছে না ছাত্র ছাত্রীরা।

এদিকে টাকা আত্মসাৎ ও যৌন হয়রানীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা , একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেন তিনি। অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ খবর নিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মো: রোস্তম আলী হেলালী। দ্রুত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমকে গতিশীল করবেন এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল।

শেয়ার