চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়কে যাওয়ার পথে ব্যাটারিচালিত ভ্যানের চাকা খুলে একই দিক থেকে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেছে এক ভ্যান যাত্রীর। এই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ যাত্রী। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে আমনুরা-নাচোল সড়কের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর পচাকান্দর শরিপুকুর ব্রীজের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর এলাকার মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮)। ব্যাটারি চালিত ভ্যান ও প্রাইভেট কারের ধাক্কায় আহতরা হলেন- সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল মান্নানের স্ত্রী সুলেখা বেগম (৩৬), তার মেয়ে মোসা. মরিয়ম খাতুন (১৫), চর ইসলামাবাদ এলাকার মৃত ইয়াস উদ্দিনের ছেলে মো. হুমায়ন কবির (৪৫), একই এলাকার হাইউল ইসলামের মেয়ে মোসা. সালমা খাতুন (১৬) ও হুমায়ন কবীরের মেয়ে মোসা. ফাতেমা খাতুন (১৬)।
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার দিকে থেকে নাচোল উপজেলার দিকে একটি চার্জার ভ্যানে করে বেশ কয়েকজন যাত্রী যাচ্ছিল। নাচোল উপজেলার লক্ষীপুর মোড় এলাকায় আসলে চার্জার ভ্যানের ধুরি ভেঙে গেলে একই দিকে থেকে আসা একটি প্রাইভেটকার পিছন থেকে ধাক্কা দিয়ে পিসে দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল মান্নান নামের একজন ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় গুরুত্বর আহত আরো ৫ জন। স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন কর্মরত চিকিৎসক।
নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান জানান, এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও প্রাইভেটকারটি আটক করা হয়েছে। প্রাইভেটকারটির সামনে ডাক্তারের স্টিকার লাগানো রয়েছে। পরিচয় চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।