চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী এই কমিটিতে আওয়ামীলীগের প্যানেল থেকে নাজমুল আজমকে সভাপতি ও একরামুল হক পিন্টুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেছেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জেলা আইনজীবী সিমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এসময় প্রধান নির্বাচন কমিশনার তাহির জামিল বলেন, জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের মধ্য থেকে নাজমুল আজম ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি আরও জানান, সভাপতি ছাড়াও সাধারণ সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে একরামুল হক পিন্টু ১০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। সভাপতি ও সাধারণ সম্পাদক একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল বলেন, আজম-একরামুল প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ মোট ৯ জন জয়ী হয়েছেন। এছাড়াও কাজল-তোহরুল প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে দুইজনসহ মোট ৪ জন জয়ী হন।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ২০৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ১৮৭ জন। জেলা সমিতির ১৩ পদের বিপরীতে মোট ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।