চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ির দরজার বাইরে ভ্যানের অব্যবহৃত স্পোক ব্যাটারিচালিত ভ্যান চার্জের সকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে এক শিশু। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহারি গ্রামের মো. রায়হান আলীর ছেলে মো. জুনায়েদ আলী (০৬)। চাটাইডুবি গ্রামে ইসরাইল আলী ছবির বাড়িতে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইসরাইল আলী ছবির বসতবাড়ির মুল দরজার বাইরে ভ্যানের অব্যবহৃত স্পোক ব্যাটারিচালিত ভ্যান চার্জের সকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাৎক্ষনিকভাবে বিদ্যুৎস্পৃষ্ঠ হয় শিশু জুনায়েদ। পরে তার নানা ভ্যানে করে সকাল সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মরদেন পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে৷ এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে৷