Top
সর্বশেষ

শুরুতেই সৌম্য ও শান্তের বিদায়

১২ ফেব্রুয়ারি, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
শুরুতেই সৌম্য ও শান্তের বিদায়
স্পোর্টস ডেস্ক : :

ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই শ্যানন গ্যাব্রিয়েলের বলে ফেরেন সৌম্য সরকার। এর পরের ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন এই পেসার। ৪ রানে ফেরেন নাজমুল হোসেন শান্তও।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশনে দাপুটে ব্যাটিং করলেও দ্বিতীয় সেশনের শেষ বেলায় দ্রুত ৪ উইকেট হারিয়ে ৪০৯ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন হাফ সেঞ্চুরিয়ানের দুজন জশুয়া দা সিলভা এবং নক্রমা বোনার ৯০’র ঘরে আউট হলেও আলজারি জোসেফ করেন ৮২ রান। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহি নেন ৪টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ৪০৯ অল আউট (ওভার ১৪২.২) (বোনার ৯০, জশুয়া ৯২, আলজারি ৮২), (রাহি ৪/৩৯৮)

বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৮/২ (১১.৩ ওভার) (তামিম  ৩১, মুমিনুল ১৩) (গ্যাব্রিয়েল ২/১০)

শেয়ার