Top

কুচক্রী আমলাদের কারনে ধর্ম পালনে বাধা তৈরি হচ্ছে

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ
কুচক্রী আমলাদের কারনে ধর্ম পালনে বাধা তৈরি হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকার বেশকিছু সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গিকার করে। কিন্তু দীর্ঘ ৪ বছর পেরিয়ে গেলেও ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের কম সময় থাকলেও এসব নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে দৃশ্যমান কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। অথচ সরকারের এসব অঙ্গিকার পূরনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। কিন্তু আমাদের এসব দাবি না মানলে আমরা এবার রাজপথ ছাড়ব না।

চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ২০১৮ সালে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের হুজরাপুর জোড়ামঠ মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা আরও বলেন, সরকারের কিছু কুচক্রী আমলার কারনে দেশে সংখ্যালঘুদের ধর্ম পালনে বাধা তৈরি হচ্ছে। অথচ স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সকল ধর্ম বর্ণ জাতের মানুষরা যাতে সমান অধিকার নিয়ে বসবাস করতে পারে, তা সংবিধানে নিশ্চিত করেছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, সরকারের দেওয়া সাত দফা অবিলম্বে বাস্তবায়ন ও মঠ-মন্দিরে হামলা ও ভাংচুরের আসল দোষীদের খুঁজে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য ১৯৭২ সালের মৌল সংবিধানে ফিরে যাওয়া ব্যতিত কোন বিকল্প নেই।

তারা আরও বলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নীপিড়ন বন্ধে আইন করতে হবে। এছাড়াও ১৯৭২ সনের সংবিধান পুন:প্রতিষ্ঠাসহ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পতি সংরক্ষণ আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি সংযোগ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুমিত চট্টোপাধ্যায়সহ অন্যান্যরা।

 

শেয়ার