Top

রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধিতে রিজার্ভে সামান্য উন্নতি

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ
রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধিতে রিজার্ভে সামান্য উন্নতি
নিজস্ব প্রতিবেদক :

রাশিয়া-ইউক্রেন সংঘাতে গত বছর থেকে দেশে তীব্র আকারে ডলার সংকট দেখা দিয়েছে। সাথে কমেছে রেমিট্যান্স এবং রপ্তানি আয়। বৈদেশিক মুদ্রার সংকটের মাঝে আমদানি ব্যয় মেটাতে বাধ্য হয়ে রিজার্ভ থেকে খরচ করেছে সরকার। ফলে রিজার্ভের মাত্রা আগের বছরের তুলনায় বেশ কমে এসেছে।

এদিকে রেমিট্যান্স বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের শুরুর মাসে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আগের বছরের শেষ প্রান্তিকে রপ্তানি আয়েও বেশ উন্নতি হয়েছে। একই সাথে ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) তিন হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮১ শতাংশ বেশি। ফলে কমতে থাকা রিজার্ভের পরিমান আগের তুলনায় সামান্য বেড়েছে।

ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬০ বিলিয়ন ডলার। যা জানুয়ারি মাসের তুলনায় দশমিক ৩৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। গত মাসে রিজার্ভের পরিমাণ ছিলো ৩২ দশমিক ২২ বিলিয়ন ডলার।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) এমসিসিআই আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও মুক্ত আলোচনায় সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম রিজার্ভের  উন্নতি প্রসঙ্গে এ তথ্য জানান।

তিনি বলেন, শেষ কয়েকমাসে আমাদের আমদানি খরচ এবং নানান দেনা শোধ করতে আমাদের রিজার্ভ থেকে খরচ করতে হয়েছে। আমরা গত মাসেও রিজার্ভ থেকে বড় অঙ্কের আকু বিল পরিশোধ করেছি। আবার একই সময়ে আমাদের রেমিট্যান্স এবং রপ্তানিতে কিছুটা প্রবৃদ্ধি দেখা দিয়েছে। ফলে রিজার্ভের পরিমান আস্তে আস্তে বাড়া শুরু করেছে। চলতি মাসের অর্ধেক সময় পর্যন্ত আমাদের রিজার্ভের হার ৩২ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

রপ্তানি আয়ের প্রবৃদ্ধি নিয়ে সাইফুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। ইতোমধ্যে প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৩২ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। এভাবে চলতে থাকলে এই অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬০ বিলিয়ন ডলার রপ্তানি হবে বলে আশা করছি।

তৈরি পোশাক নিয়ে এমসিসিআই সভাপতি বলেন, দেশের রপ্তানি খাতে রাজত্ব করে বেড়াচ্ছে তৈরি পোশাক খাত। আমাদের রপ্তানির সিংহভাগ এই খাত থেকে আসে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এই খাতে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ। হিসাব অনুযায়ী, আমাদের পোশাক খাতে প্রতি মাসে ৪ দশমিক ৪৬ মিলিয়ন ডলার রপ্তানি হচ্ছে।

তিনি আরও বলেন, রপ্তানির বেলায় আমাদের শুধুমাত্র তৈরি পোশাকের উপর নির্ভর করা উচিত না। আমাদের বার্ষিক আয় বৃদ্ধির জন্য হলেও রপ্তানি বহুমুখীকরণ খুব জরুরি। এ ব্যাপার নিয়ে আমাদের কাজ করতে হবে।

বিপি/এএস/আজাদ

শেয়ার