Top
সর্বশেষ

উন্নত দেশ গড়তে রপ্তানি বহুমুখীকরণ আবশ্যক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
উন্নত দেশ গড়তে রপ্তানি বহুমুখীকরণ আবশ্যক
নিজস্ব প্রতিবেদক :

আর্থিক দিক বিবেচনায় বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে স্বল্পোন্নত (এলডিসি) দেশ হিসেবে অবস্থান করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৬ নাগাদ এলডিসি দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। এমনকি আগামীর লক্ষ্য অনুযায়ী, ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার পরিকল্পনায় কাজ করছে সরকার। তবে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হতে বার্ষিক ২০০ থেকে ৩০০ বিলিয়ন ডলার রপ্তানি প্রয়োজন। পাশাপাশি এলডিসি দেশের তালিকা থেকে বের হলে শুল্কমুক্ত রপ্তানির সুবিধাও বন্ধ হয়ে যাবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র তৈরি পোশাকে নির্ভরশীল না হয়ে আমাদের রপ্তানি খাতকে আরও বিস্তৃত করতে হবে, রপ্তানি বহুমুখীকরণে কাজ করতে হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি বা এমসিসিআই কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও মুক্ত আলোচনায় সংগঠনটির সহ-সভাপতি হাবিবুল্লাহ করিম এ কথা বলেন।

তিনি বলেন, রপ্তানি খাতে আমরা এখনো তৈরি পোশাকের উপর নির্ভরশীল। উন্নত দেশ গড়তে আমাদের এ ব্যাপার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের রপ্তানি আয়ের দ্বিতীয় বৃহত্তম অংশ হাইটেক
ইন্ডাস্ট্রি। এই খাতে আমরা আরেকটু নজর দিলে বেশ উন্নতি করতে পারবো বলে আশা করছি। তাছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক শিল্প, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পেট্রো কেমিক্যাল, প্লাস্টিক, চামড়া, সিরামিক ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।

হাবিবুল্লাহ করিম বলেন, বিশ্ব অর্থনীতিতে নতুন করে নিজেদেরে চেনানো দক্ষিন কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, মালেশিয়া এবং হংকংও একটা সময়ে পোশাক শিল্পের উপর নির্ভরশীল ছিলো। সময়ের আবর্তনে তাদের রপ্তানি খাত বহুমুখীকরণ হয়েছে। মালেশিয়া বর্তমানে ইলেকট্রিক খাতে প্রায় ৩০ শতাংশ রপ্তানি করছে।

রপ্তানি বহুমুখীকরণে এমসিসিআইয়ের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, বিশ্ব জুড়ে বাংলাদেশের পণ্য ব্রান্ডিংয়ের লক্ষ্যে এবং রপ্তানি বহুমুখীকরণে এমসিসিআই গত বছর থেকে কাজ করছে। আমরা ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে এ ব্যাপারে সেমিনার করেছি। তাছাড়া দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন শিক্ষকদের সাতে এ ব্যাপারে সভার আয়োজন করা হয়েছে। রপ্তানি বৃদ্ধিতে কীভাবে আরও উন্নতি করা যায় সে ব্যাপারে আমরা নিজেরাও আলাপ করেছি।

অনুষ্ঠানে এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম বলেন, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) তিন হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮১ শতাংশ বেশি। ফলে কমতে থাকা রিজার্ভের পরিমান আগের তুলনায় সামান্য বেড়েছে। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬০ বিলিয়ন ডলার। যা জানুয়ারি মাসের তুলনায় দশমিক ৩৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। গত মাসে রিজার্ভের পরিমাণ ছিলো ৩২ দশমিক ২২ বিলিয়ন ডলার।

তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। ইতোমধ্যে প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৩২ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। এভাবে চলতে থাকলে এই অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬০ বিলিয়ন ডলার রপ্তানি হবে বলে আশা করছি।

শেয়ার