Top

পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ণ
পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক :

পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

পাপুয়া নিউ গিনি ওশেনিয়ার একটি দেশ। প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়।

জানা গেছে, ভূমকম্পনটি শনিবার (২৫ ফেব্রুয়ারি) পাপুয়া নিউ গিনির কান্দ্রিয়ান অঞ্চলে আঘাত হানে। উৎপত্তিস্থলে এটির গভীরতা ছিল ৩৮ দশমিক ২ কিলোমিটার।

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একই দিনে জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

কম্পনে দেশটির উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে উঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বিপি/এএস

শেয়ার