Top

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখকে সেবামূলক কাজের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিন শুয়াগ্রাম ৫০ ঘর অগ্রদূত সংঘ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়াও একই অনুষ্ঠান থেকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল ও শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

৫০ ঘর অগ্রদূত সংঘের সভাপতি অপু বৈদ্য এই তিন ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় শুয়াগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি প্রেমানন্দ হালদার, সাংবাদিক মিজানুর রহমান বুলু, জাহিদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মাননা স্মারক প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার