চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের সূচি ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল, মেসি-নেইমার দ্বৈরথ দেখার জন্য। কিন্তু ফুটবল সমর্থকদের দুর্ভাগ্য। তাদের আর মেসি-নেইমার দ্বৈরথ দেখা হচ্ছে না।
কারণ, ইনজুরিতে পড়ে আগামী এক মাসের জন্য ছিটকে গেলেন নেইমার। ফরাসি কাপের ম্যাচে আগের দিন কঁয়ের বিপক্ষে চোট পান এ ব্রাজিলিয়ান। ম্যাচের ৬০তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
তখন থেকেই বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। অবশেষে সে শঙ্কাই সত্যি হলো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
পরীক্ষার পর বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছেন নেইমার। সেরে ওঠার প্রক্রিয়ার ওপর নির্ভর করবে তার মাঠে ফেরা।’ তবে সময়টা চার সপ্তাহের মতো হতে পারে বলে জানানো হয়েছে।
আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় প্রথম লেগের ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সার মুখোমুখি হবে গত আসরের ফাইনালিস্ট পিএসজি। চোটের কারণে এর মধ্যেই হাইভোল্টেজ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। শঙ্কা রয়েছে ভেরাত্তিকে নিয়েও। নেইমারের ছিটকে যাওয়া নিঃসন্দেহে দলটির জন্য বড় ধাক্কা।
নেইমারের ইনজুরির কারণে পিএসজির রেকর্ডও খুব ভালো নয়। ২০১৯ সালেও প্রায় একই ধরনের চোটে পড়েছিলেন সেলেসাও ফরোয়ার্ড। পিএসজিও বিদায় নেয় শেষ ষোলো থেকেই। গত মৌসুমের অধিকাংশ সময়ে অবশ্য নেইমার ছিলেন মাঠে। পিএসজিও প্রথমবারের মতো উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবে বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে।