ফরিদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাচ্চর ইউনিয়ন আওয়ামীলীগের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওমর মোল্লার সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব শামীম হকের ধুলদীস্থ নিজ বাসভবনে রোববার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জনাব রিজন মোল্লাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাচ্চর ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এলালাবাসীকে আহ্বান জানানো হয় ।
এছাড়া মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছাড়া অন্য কারো পক্ষে কাজ না করার অনুরোধ করা হয় ৷ আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচিত করে দিয়েছেন তাকেই আমাদের আগামী ১৬ই মার্চে নির্বাচিত করতে হবে ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব শামীম হক, সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্রী শ্যামল কুমার ব্যানার্জী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব নিয়াজ জামান সজীব, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক জনাব গোলাম মোহাম্মদ নাছির, কোতোয়ালি থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারন সম্পাদক শামচুল আলম চৌধুরী, শহর আওয়ামীলীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু সহ আ. লীগের নেতা কর্মীরা।