Top
সর্বশেষ

সিরিয়ার ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় স্কুলে ফিরতে শুরু করেছে শিশুরা

২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
সিরিয়ার ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় স্কুলে ফিরতে শুরু করেছে শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক :

স্কুলে ফিরে আসার পর ওয়ার্ড শ্রেইট নামের এক শিশু তার আনন্দকে ধরে রাখতে পারছিল না। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী অধ্যুষিত এই এলাকাটিতে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার পর গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) খুলে দেওয়া হয় হারেম বয়েজ স্কুলটি।

দশ বছর বয়সী ওয়ার্ড গণমাধ্যম আল জাজিরাকে বলে, ‘আমি খুব খুশি স্কুলে আবার আসতে পেরে কেননা এখানে বন্ধুদের সঙ্গে আমার দেখা হবে।’ ওয়ার্ড জানায় ভূমিকম্পে সে তার পরিবারের কোনো সদস্যকে না হারালেও ক্লাশের এক সহপাঠি এতে মারা গেছে।

ওয়ার্ড বলে, ‘আমার খুবই খারাপ লাগছে যে সে স্কুলে নেই এবং আর কখনোই তার সঙ্গে দেখা হবে না। সে ছিল খুবই স্মার্ট আর আমরা একসঙ্গে অনেক খেলাধুলা করতাম।’

বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় স্কুলে আসা শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে ভূমিকম্প আঘাত হানলে নিজেদের বাঁচাতে বাড়িঘর ছেড়ে দ্রুত বের হতে পারে সি বিষয়ে মহড়া দিচ্ছিল।

হারেম বয়েজ স্কুলের প্রধান শিক্ষক আহমাদ শেখ আহমাদ জানান, শিশুদের নিরাপত্তার স্বাথে শিক্ষা বোর্ড এই মহড়ার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করছে। আহমাদ বলেন, ‘আমরা তাদের শিখিয়েছি তারা যদি সাইরেন বাজতে শোনে তবে যেন সারিবদ্ধভাবে নীরবে ক্লাশ থেকে স্কুলের মাঠে চলে আসে কেননা এই সমতল জায়গাটিতে সবাই থাকতে পারবে।’

আহমাদ আরও বলেন, ‘আল্লাহ না করুক, যদি শক্তিশালী ভূমিকম্প হয় তবে আমরা তাদের হাত দিয়ে মাথা আড়াল করে ডেস্কের নীচে চলে যেতে বলেছি।’

এই প্রধান শিক্ষক জানান রোববার স্কুলে অর্ধেক শিক্ষার্থী এসেছিল। তিনি মনে করেন স্কুলে আসার কারণে শিশুরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে পারবে।

বিপি/এএস

শেয়ার