কভিড সামলিয়ে উঠার পর বিশ্ব অর্থনীতিতে বড় বিপত্তি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। চলমান এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান কমেছে ব্যাপক আকারে। ফলে পর্যাপ্ত জোগানের অভাবে নানান দেশে দ্রব্যমূল্যের হার বেশ চড়ারূপে দেখা দিয়েছে। ডলার সংকটে আমদানি কমাতে বাংলাদেশেও সীমিত রাখা হয়েছে লেটার অব ক্রেডিট (এলসি) কার্যক্রম। তবে খাদ্য সংকট মোকাবিলায় দেশীয় পণ্যের উৎপাদন বাড়াতে এবং চাষযোগ্য জমিতে আবাদ করতে কৃষি খাতে আলাদা গুরুত্ব দিয়েছে সরকার। কৃষকদের জন্য কৃষিঋণ বিতরণের পাশাপাশি চালু করা হয়েছে একাধিক পুনঃঅর্থায়ন তহবিল। একইসাথে আগের বছরের তুলনায় চলতি অর্থবছরের ঋণ বিতরণের মাত্রাও বৃদ্ধি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) কৃষি ও পল্লিঋণ বিতরণ হয়েছে ১৮ হাজার ৬৮৪ কোটি ৩২ লাখ টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ৪৫ শতাংশ। আগের বছর একই সময়ে বিতরণ করা হয়েছিল ১৭ হাজার ৫৫ কোটি টাকা। যা ওই সময়ের লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ০৭ শতাংশ ছিল। হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ১ হাজার ৬২৯ কোটি টাকা বেশি ঋণ বিতরণ করা হয়েছে। যদিও খাদ্য সংকট মোকাবিলায় এবারের ঋণ প্রদানের মাত্রা বৃদ্ধি করা হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে কৃষিঋণ বিতরণের প্রায় অর্ধেকটা দেওয়া হয়েছে ফসল উৎপাদনে। এ খাতে মোট ঋণ বিতরণ করা হয় ৮ হাজার ৯০০ কোটি টাকা। তাছাড়া পোল্ট্রি ও গবাদিপশু পালনে দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৯৬০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া মাছ উৎপাদন, কৃষিযন্ত্র কেনায়ও করা হয়েছে ঋণ বিতরণ। এর বাইরে দারিদ্র হ্রাস কর্মসূচি ও অন্যান্য খাতে ৩ হাজার ১৭৩ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
গত নভেম্বর মাসের মাঝামাঝিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় ধান চাষ, মৎস্য চাষ, কৃষি ও পল্লিঋণ নীতিমালা ও কর্মসূচিতে উল্লিখিত শাকসবজি, ফল ও ফুল চাষ, প্রাণিসম্পদ খাতের আওতায় পোল্ট্রি ও দুগ্ধ উৎপাদন খাতে কৃষক পর্যায়ে ৪ শতাংশ সুদ হারে ঋণ বিতরণ করা হবে বলে জানানো হয়। তাছাড়া নীতিমালা শিথিল করে এক পরিবারের একাধিক ব্যক্তিকে ঋণ দেওয়ার বিধান করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকাররা বলছেন, কৃষিখাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষিঋণ বিতরণের মাধ্যমে এখাতে উৎপাদন বাড়াতে পারলে দেশের খাদ্য সংকটের মাত্রা অনেকটা কমে আসবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট ভূমিকা পালন করছে। তবে ঋণ বিতরণের মাত্রাটা যদি একদম প্রান্তিক অঞ্চলে পৌঁছানো যায়, তাতে কৃষেকরা আরও ঋণ গ্রহণে উদ্বুদ্ধ হবেন। পাশাপাশি ঋণ বিতরণের মাত্রাও অনেকাংশে বৃদ্ধি পাবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ২০২১-২২ অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। তবে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বিতরণ করেছিল, যা লক্ষ্যমাত্রার প্রায় ১০২ শতাংশ। চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৯১১ কোটি টাকা ধরা হয়েছে। যার মধ্যে অর্থবছরের প্রথম সাত মাসেই লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ৪৫ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এই ধারা চলতে থাকলে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০৩ শতাংশ ঋণ বিতরণ করা সম্ভব হবে।
চলতি অর্থবছরের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ১১ হাজার ৭৫৮ কেটি টাকা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৩৮২ কোটি টাকা। আট বিদেশি বাণিজ্যিক ব্যাংকের কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা রয়েছে ৭৭১ কোটি টাকা। এরমধ্যে প্রথম সাত মাসে আট রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে ৭ হাজার ৪৭৮ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ৬৩ দশমিক ৬০ শতাংশ। দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ১১ হাজার ২০৬ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৫৮ দশমিক ৫১ শতাংশ।
আলোচিত সময়ে কৃষিঋণ বিতরণের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। আলোচ্য সময়ে ব্যাংকটি ৪ হাজার ২৭৩ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে। কৃষকদের মাঝে ১ হাজার ৪২১ কোটি টাকার ঋণ বিতরণ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তাছাড়া বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড ১ হাজার ৩১৩ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করে সার্বিকভাবে তৃতীয় অবস্থানে রয়েছে। একইসাথে বেসরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ কৃষিঋণ বিতরণ করে ইসলামী ধারার এই ব্যাংকটি।
বর্তমানে কৃষি খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ ৫১ হাজার ২২৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৯০৫ কোটি টাকা। অর্থাৎ বিতরণকৃত ঋণের ৭ দশমিক ৬২ শতাংশই খেলাপি। চলতি অর্থবছরে কৃষিঋণ আদায় হয়েছে ১৮ হাজার ৪৪৬ কোটি টাকা। এটি মোট ঋণের ৩৬ শতাংশ। আর অনাদায়ী ঋণের পরিমাণ ২৭ হাজার ২১২ কোটি টাকা।
আজাদ