Top

চীন সফরে রাশিয়ার মিত্র বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ
চীন সফরে রাশিয়ার মিত্র বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো
আন্তর্জাতিক ডেস্ক :

চীনের আমন্ত্রনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনেএসছে রাশিয়ার কট্রর মিত্র বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক গনমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লুকাশেঙ্কো চীন পৌছানোর আগে চীনের রাষ্ট্রিয় সংবাদ সংস্থা সিনহুয়াকে বলেন, আজ কেউ চীনকে আটকে রাখতে পারবে না এবং তার উন্নয়নকে বন্ধ করতে পারবে না।

বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিশ্ব শাসনে চীনের প্রশংসা করে বলেছেন, কেউ চীনের অগ্রগতি বাধা দিতে পাবে না এবং বেইজিংয়ের সহায়তা ছাড়া বিশ্বের যে কোন সমস্যার সমাধানও করতে পারবে না। তিনি আরো বলেন, আজ বিশ্বের যে কোন সমস্যা চীনকে ছাড়া সমাধান করা সম্ভব না।

বেলারুশ শাসক এ নেতা রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের কট্রর মিত্র একই সাথে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গোয়েন্দা তথ্যের জন্য চীনা বেলুন নিক্ষেপের সাথেও অভিযুক্ত করেছে। যদিও বেইজিং বলছে বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণ কারর জন্য উড়ানো হয়েছিল।

এমন সময় লুকাশেঙ্কো চীন সফর করছেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভেঙ্গে পড়ছে একই সাথে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাচ্ছে।

 

শেয়ার