বিদায়ী সপ্তাহেও পতন হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহটিতে সব সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৯ হাজার ৩০৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬৯ হাজার ৭১০ কোটি ৭৯ লাখ ১৭ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ৯ হাজার ৫৯৩ কোটি ৬৩ লাখ ১৯ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছে।
বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৮৬ কোটি ১২ লাখ ৬৪ হাজার ১৮০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৩৩ কোটি ৭০ লাখ ২১ হাজার ৬৮০ টাকা বা ৮.৮৯ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৭৫২ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৫০০ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮১৭ কোটি ২২ লাখ ৫২ হাজার ৮৩৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৭৫০ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৬৬ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৩৩৬ টাকা বেশি হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬২ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বা ২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬৩ পয়েন্ট বা ২.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৬ পয়েন্টে এবং ২১১০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪টির বা ৬.৫৪ শতাংশের, কমেছে ২৫২টির বা ৬৮.৬৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির বা ২৪.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ১৯২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৯৭৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪২ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৭৮৩ টাকা কমছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪৭ পয়েন্ট বা ২.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৮৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৬৮ পয়েন্ট বা ২.৭২ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪৫৩ পয়েন্ট বা ৩.৫২ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩৭ পয়েন্ট বা ৩.০৪ শতাংশ এবং সিএসআই ৩৩ পয়েন্ট বা ৩.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৫৮৫ পয়েন্টে, ১২ হাজার ৪১৯ পয়েন্টে, ১ হাজার ২১৮ পয়েন্টে এবং ৯৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির বা ৮.৯৭ শতাংশের দর বেড়েছে, ২০৩টির বা ৬৭.৪৪ শতাংশের কমেছে এবং ৭১টির বা ২৩.৫৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।