Top

কোটালীপাড়ায় সেবাগ্রহীতাদের সাথে হিসাব মহানিয়ন্ত্রকের মতমিনিময় সভা

০২ মার্চ, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
কোটালীপাড়ায় সেবাগ্রহীতাদের সাথে হিসাব মহানিয়ন্ত্রকের মতমিনিময় সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সেবাগ্রহীতাদের সাথে হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলামের মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অনুপ কুমার বিশ্রবাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতমিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার বক্তব্য রাখেন।

মতমিনিময় সভায় হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের সেবাগ্রহীতাগণের অংশগ্রহনে সুশাসন প্রতিষ্ঠা ও সিটিজেন চার্টার বাস্তবায়নে আলোচনা করা হয়।

শেয়ার