Top
সর্বশেষ

সংকটের মাঝেও রপ্তানি আয় বেড়েছে ৩৩ কোটি ডলার

০২ মার্চ, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
সংকটের মাঝেও রপ্তানি আয় বেড়েছে ৩৩ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক :

করোনা কাটিয়ে আর্থিক সমস্যা কিছুটা সামলিয়ে উঠলেও রাশিয়া-ইউক্রেন সংঘাত বিশ্বজুড়ে মন্দা সৃষ্টি করেছে। মূল্যস্ফীতির চাপে কমেছে মানুষের ক্রয়ক্ষমতা। তবুও বৈশ্বিক সংকটের মাঝে ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ৩৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার মার্কিন (ইউএস) ডলার। যা শতকরা হিসেবে ৭ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের মাস জানুয়ারিতে ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ২৮ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার বেশি রপ্তানি আয় বেড়েছে। যা শতাংশের হিসেবে বেড়েছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। এর পরে গত অক্টোবর মাসে রপ্তানি আয় কমার পর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ মাসে বাড়ল রপ্তানি আয়।

ইপিবির সূত্র মতে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পণ্য রপ্তানি হয়েছে ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ইউএস ডলার।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যা হয়েছিল ৪২৯ কোটি ৪৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। শতাংশের হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ৭ দশমিক ৮১ শতাংশ।

২০২২ সালের তুলনায় রপ্তানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে রপ্তানি আয়। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৮০ কোটি ৭০ লাখ ডলার। আর রপ্তানি হয়েছে ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার।

ফলে চলতি অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আট মাসে রপ্তানি আয় হয়েছে ৩৭০৭৭ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০২১-২২ অর্থবছরে ছিল ৩৩৮৪৩ দশমিক ৪৫ মিলিয়ন ডলার। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ৩২৩৪ দশমিক ২৩ মিলিয়ন ডলার রপ্তানি আয় বেড়েছে। যা শতাংশের হিসেবে আগের বছরের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ।

তবে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬৬ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন (ইউএস) ডলার কমেছে রপ্তানি আয়।

প্রসঙ্গত, গতকাল রপ্তানি আয়ের ডলারের দাম আরেক দফা বাড়িয়েছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। এখন থেকে রপ্তানিকারকেরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৪ টাকা। নতুন এ সিদ্ধান্ত গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে।

শেয়ার