Top
সর্বশেষ

তুরস্কে নির্বাচন: শীগ্রই বিরোধীদের প্রার্থীর নাম ঘোষণা

০৩ মার্চ, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
তুরস্কে নির্বাচন: শীগ্রই বিরোধীদের প্রার্থীর নাম ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে চ্যালেঞ্জ জানাতে আগামী সপ্তাহেই ৬ দলীয় বিরোধী জোট যৌধ প্রার্থী ঘোষণা করবে। আগামী মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের দুই মাস আগেই এ ঘোষনা আসবে বলে জানা গেছে।

শুক্রবার(৩ মার্চ) কাতার ভিত্তিক গনমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবারই বিরোধীদল তাদের প্রার্থীর নাম ঘোষনা করবে। গত জাতীয় নির্বাচনে এরদোগানের মোকাবিলায় চরমভাবে ব্যর্থ হয় বিরোধীরা। গত মাসে দেশটিতে ভূমিকম্পে ৪৫ হাজার মানুষের প্রাণহানি ওমানুষের জীবনযাত্রার ব্যয় সংকটের কারনে দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগানের জনপ্রিয়তা কিছুটা কমেছে বলে উল্লেখ করা হয়েছে।

গত বুধবার,রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন আগামী মে মাসের ১৪ তারিখে হবে বলে ইঙ্গিত দিয়েছেন এরদোগান।
দেশটিতে ভূমিকম্পের পরও নির্বাচনের পূর্ব পরিকল্পনায় অনড় থেকে এ সিদ্ধান্ত দিয়েছে সরকার।

গত বৃহস্পতিবার বিরোধী ৬ দলের নেতারা বৈঠক করে আশাব্যক্ত করেছে যৌথ প্রার্থী দিতে তারা একমত হবে। দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলিকদারোগ্লুকেই প্রার্থী করা হবে বলে জানা গেছে।

বিরোধী জোট বলছে, ১৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ প্রার্থী এবং পরবর্তী রোডম্যাপ দিতে আমরা সবাই সাধারন বোঝাপড়ায় একমত হয়েছি।

৬ দলের নেতাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চূড়ান্ত ববিৃতি দেওয়ার আগে সোমবার পূনরায় তারা দলের কার্যনির্বাহী বোর্ডের সাথে বসবে।

গণমাধ্যমের প্রতিবেদন বলছে, কিলিকদারোগ্লুকে সমর্থন দিচ্ছে দলের নেতারা। যদিও তারা বলেছে যে জোটের দ্বিতীয় বৃহত্তম দল মেরাল আকসেনারের আইওয়াইআই পার্টির মধ্যে এখনও তার প্রার্থীতার বিরোধিতা রয়েছে।

 

 

 

 

 

শেয়ার