Top
সর্বশেষ

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৫, আহত ১৮

০৪ মার্চ, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৫, আহত ১৮
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। এছাড়া আহত ১৮ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। শনিবার (৩মার্চ )সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এসব তথ্য জানান।

নিহত পাঁচজনের মধ্যে দুজন হলেন,  শামসুল আলম (৬৫) এবং মো. ফরিদ (৩৩)। বাকি তিনজনের নাম জানা যায়নি। এছাড়া আহত ১৮ জন হলেন- মো. ফোরকান (৩৩), মো. নুর হোসেন (৩০), আ. মোতালেব (৫২), মো. আরাফাত (২২), মাকসুদুল আলম (৬০), মো. ওসমান (৪৫), মো. সোলায়মান (৪০), মো. রিপন (৪০), মো. আজাদ (২২), রিপন (৬০), নারায়ন ধর (৬৪), মো. জসিম (৫০), ফেন্সী (২৬), মো. জাহেদ (৩০), মুবিবুল হক (৪৫), রোজি বেগম (২০) এবং মাহিন শাহরিয়ার (২৬)।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘এখনো পর্যন্ত মোট ২৩ জনকে আমরা পেয়েছি। তারমধ্যে আহত ১৮ জন এবং নিহত ৫ জন। নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের বেশিরভাগই আঘাতজনিত সমস্যা। মস্তিষ্কে আঘাত পাওয়ায় এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সকল চিকিৎসক নার্স তৈরি আছেন। বাড়তি রোগী এলেও রাখার কোনো সমস্যা হবে না। হাসপাতালে পর্যাপ্ত রক্ত, স্যালাইন, ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনবোধে আরও ব্যবস্থা রাখা হবে।’

এরআগে বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সঙ্গে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে।

শেয়ার