Top
সর্বশেষ

সীতাকুণ্ডে বিস্ফোরণ : চা খেতে এসে লাশ হলেন শামসুল

০৫ মার্চ, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে বিস্ফোরণ : চা খেতে এসে লাশ হলেন শামসুল
চট্টগ্রাম প্রতিনিধি :

ঘটনাস্থল থেকে ৫শ গজ দূরে একটা লাকড়ির দোকানে বসেছিলেন শামসুল। ২৫০ থেকে ৩শ কেজি ওজনের একটা লোহার টুকরা চারকোল দোকানের টিনের চালার উপর এসে পড়ে। চালাসহ টুকরাটি গায়ের ওপর পড়লে তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। লোকজন তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেসরকারি সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শামসুলসহ এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছে।

জানা যায়, নিহত মো. শামসুল আলম একসময় পেশায় ব্যবসায়ী ছিলেন। তবে দীর্ঘদিন তিনি অবসর জীবনযাপন করছিলেন। অবসর জীবনে নিয়ম করে প্রতিদিন যেতেন কদমরসুলপুর বাজারের একটি চায়ের দোকানে। চা খেতে খেতে পড়তেন খবরের কাগজ।

শামসুলের বড় ভাই ওবায়দুর মোস্তফা জানান, ‘ঘটনাস্থল থেকে ৫শ গজ দূরে একটা লাকড়ির দোকানে বসেছিলেন শামসুল। ২৫০ থেকে ৩শ কেজি ওজনের একটা লোহার টুকরা চারকোল দোকানের টিনের চালার উপর এসে পড়ে। চালাসহ টুকরাটি তার ওপর পড়লে তার প্রচুর রক্তক্ষরণ হয়।’

স্থানীয়রা জানায়, ভয়াবহ বিস্ফোরণের ফলে আশেপাশের প্রায় এক কিলোমিটারের অধিক এলাকা ভয়াবহ ভূমিকম্পের মতো কেঁপে উঠে। ভেঙে পড়ে জানালার কাঁচ। কেঁপে ওঠে বাড়ি-ঘরও।

বিস্ফোরণের খবর শুনেই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি সাংবাদিকদের জানান, বিস্ফোরণ তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাও রয়েছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে তাদের কাছে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর আসে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আজকের মতো উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে।

 

শেয়ার