চাঁপাইনবাবগঞ্জে সরবরাহ না থাকায় করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া বন্ধ রয়েছে। টিকা নিতে এসে ঘুরে যেতে হচ্ছে নিবন্ধনকারীদের। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) করোনার প্রথম বুস্টার বা তৃতীয় ডোজ ও দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজ দিতে না দিতে পেরে ঘুরে গেছেন অনেকেই। স্বাস্থ্য বিভাগ বলছে, সরবরাহ শেষ হয়েছে, তাই টিকা দেয়া বন্ধ রয়েছে।
হাসপাতালের করোনা টিকা প্রদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের কয়েক জায়গায় দেয়ালে টিকা কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে বলে কাগজ লেখা একটি অবহিতকরণ বিজ্ঞপ্তি দেয়া রয়েছে। সেখানে লেখা রয়েছে, তৃতীয় ও চতুর্থ ডোজের ভ্যাকসিন না থাকায় টিকা কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। এসময় বিভিন্ন বয়সী নারী-পুরুষকে এই দুইটি ডোজের টিকা দিতে এসে ঘুরে যেতে দেখা যায়।
জেলা শহরের নিউ ইসলামপুরের বাসিন্দা অ্যাড. তাহির জামিল হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে এসেছিলেন চতুর্থ ডোজের টিকা দিতে। তিনি বলেন, বাকি তিনটি ডোজ সময়মতোই নিয়েছিলাম। কিন্তু চতুর্থ ডোজের জন্য টিকা প্রদান কেন্দ্র আসলে এখানকার লোকজন জানায়, ভ্যাকসিন শেষ হয়ে গেছে, তাই দেয়া বন্ধ আছে। ১৫-২০ দিন পর যোগাযোগ করতে বলছে তারা।
সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজমল হোসেন জানান, গত ২৬ ফেব্রুয়ারি টিকাকেন্দ্রে আসার জন্য ফোনে ম্যাসেজ এসেছে। কাজে ব্যস্ত থাকার কারণে একদিন পরে এসে দেখি টিকা কার্যক্রম বন্ধ। এখানকার লোকজন বলছে, তৃতীয় ও চতুর্থ ডোজের কার্যক্রম পুরোপুরি বন্ধ। বাধ্য হয়েই ঘুরে যেতে হচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি যেমন ম্যাসেজ দেয়া হয়েছিল, তেমনি টিকা শেষ হওয়ার পর, টিকা প্রদান বন্ধ আছে মর্মে আবার ম্যাসেজ দেয়া উচিত ছিল। কারণ এভাবে অনেক মানুষ হয়রানিতে পড়ছে।
প্রবাসী আপন রেজা নিসান বলেন, ১৫ দিনের মধ্যে বিদেশে চলে যাব। যাওয়ার আগে ভেবেছিলাম, চতুর্থ ডোজ সম্পন্ন করে যাব। কিন্তু তা আর করা সম্ভব হলো না। হাসপাতালে এসে জানতে পেরেছি চতুর তৃতীয় ও চতুর্থ ধৈর্যের টাকা নাই, তাই টিকা দেয়া বন্ধ হয়ে গেছে।
টিকা কেন্দ্রের কর্মীরা জানান, গতকালকে (মঙ্গলবার) থেকে তৃতীয় ও চতুর্থ ব্যাচের টিকা বন্ধ আছে। তাই এই দুই ডোজের টিকা নিতে আসা ব্যক্তিদের ফেরত ফেরত পাঠাচ্ছি।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা মেডিকেল টেকনোলজিস্ট মো. ইহতেশামুল হক পলাশ বলেন, চতুর্থ ডোজের ভ্যাকসিনের সময়সীমা উত্তীর্ণ হয়ে যাচ্ছিলো। পরে গত ২৬ ফেব্রুয়ারি অনেককেই ম্যাসেজে টিকা গ্রহণ করতে ডাকা হয়। দুই দিন টিকা দেয়া হয়েছে। কিন্তু টিকার সরবরাহ নেই, তাই আপাতত সাময়িক সময়ের জন্য করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া বন্ধ রয়েছে। সরবরাহ পেলেই আবারো কার্যক্রম শুরু হবে। তবে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ জানান, টিকা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে বিষয়টি তেমন নয়। টিকা সরবরাহ নেই, তাই শুধুমাত্র করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া সাময়িক বন্ধ রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট টিকার চাহিদা দেয়া হয়েছে। টিকা আমাদের কাছে আসলেই আবারও কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু হবে। তবে কবে নাগাদ তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা প্রদান শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৮ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন ব্যক্তি করোনার তৃতীয় ডোজ নিয়েছেন। অন্যদিকে, গতবছরের ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২৫ হাজার ৩১২ জন চতুর্থ ডোজ নিয়েছেন। এছাড়াও ১৬ লাখ ৪৬ হাজার ৬৭০ জন প্রথম ডোজ ও ১৫ লাখ ৫৪ হাজার ৯৩৬ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।