Top
সর্বশেষ

পাঁচ দিনের সফরে ঢাকায় আইএমএফের প্রতিনিধিদল

০৫ মার্চ, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
পাঁচ দিনের সফরে ঢাকায় আইএমএফের প্রতিনিধিদল
স্টাফ রিপোর্টার :

পাঁচ দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল। রোববার (৫ মার্চ) সকালে তারা ঢাকায় পৌঁছায়।

বাংলাদেশের আর্থিক খাতে জলবায়ু সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন করতে প্রতিনিধি দলটি এবার ঢাকা সফরে আসে।

আইএমএফের মনিটারি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমসিএম) বিভাগের অর্থনীতিবিদ এজেন্স ক্যারেলার নেতৃত্বে এই মিশন বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ বাংলাদেশ কর্তৃপক্ষকে ভৌত জলবায়ু ঝুঁকি মূল্যায়নের জন্য একটি কাঠামো তৈরি করতে সাহায্য করবে।

কৃষি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসহ বেশ কিছু মন্ত্রণালয়, জলবায়ু বিশেষজ্ঞ, বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাতের বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপনেও সহায়তা করবে আইএমএফের মিশনটি।

সফরসূচির তথ্যানুযায়ী, চলতি সপ্তাহের শেষ কার্যদিবস (৯ মার্চ) পর্যন্ত অবস্থানকালে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ সচিব ফাতিমা ইয়ামিন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় হিসাব শাখার পরিচালক জিয়া উদ্দিন আহমেদের সঙ্গে অথবা তাদের মনোনীত প্রতিনিধির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বর্তমানে জলবায়ু সম্পর্কিত বার্ষিক সরকারি ব্যয়ের পরিমাণ জিডিপির ১ শতাংশের কম। কিন্তু আগামী ১৫ বছরে এই খাতে ব্যয় ৩ শতাংশ থেকে ৪ শতাংশে উন্নীত করতে হবে বিধায়, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের বেশ বড় অর্থায়ন প্রয়োজন বলে উল্লেখ করেছে আইএমএফ।

প্রসঙ্গত, চলমান ডলার সংকট মোকাবিলায় বাংলাদেশ আইএমএফ থেকে যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে তার মধ্যে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় দেওয়া হচ্ছে। আরএসএফ সুবিধা থেকে ঋণ পাওয়া প্রথম এশীয় দেশ বাংলাদেশ। ঋণের শর্ত অনুযায়ী, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে আগামী বাজেটে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

এর আগে ঋণসংক্রান্ত আলোচনা সারতে দফায় দফায় বাংলাদেশ ব্যাংকে সফর করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা। সর্বশেষ চূড়ান্ত আলোচনার জন্য আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ পাঁচ দিনের সফরে গত ১৪ জানুয়ারি ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সরকারের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

সম্প্রতি, নিয়মমাফিক পরিদর্শনের অংশ হিসেবে গত বুধবার বাংলাদেশে ব্যাংকে আসেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রতিনিধি দল। এসময় লেনদেন নিষ্পত্তিতে সুবিধা-অসুবিধা এবং লেনদেন সহজীকরণ বিষয়ে উভয়পক্ষের আলোচনা হয়েছে।

বিপি/আজাদ

শেয়ার