Top
সর্বশেষ

ঢাকায় একই সময়ে মোটর-বাইক শো

০৫ মার্চ, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
ঢাকায় একই সময়ে মোটর-বাইক শো
নিজস্ব প্রতিবেদক :

সেমস-গ্লোবাল ইউএস এর আয়োজনে ঢাকায় একই সময়ে মোটর শো এবং বাইক শো আয়োজিত হতে যাচ্ছে। পাশাপাশি একই স্থানে আয়োজিত হবে অটোপার্টস শো এবং কমার্শিয়াল অটোমোটিভ শো। আগামী ১৬ থেকে ১৮ মার্চ রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রদর্শনীটির আয়োজন করা হবে।

জানা যায়, এবারের আয়োজনে ১৬তম ঢাকা মোটর শো-২০২৩; সপ্তম ঢাকা বাইক শো-২০২৩; ৬ষ্ঠ ঢাকা অটোপার্টস শো-২০২৩ এবং ৫ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২০২৩ একত্রে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

রোববার (৫ মার্চ) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

সেমস গ্লোবালের প্রেসিডেন্ট বলেন, ঢাকা মোটর শো মোটরপ্রেমী এবং অটোশিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের একটি ওয়ানস্টপ প্লাটফর্ম। কোভিড-১৯ মহামারির পর ২০২২ সালে আমরা খুব সফলভাবে ঢাকা মোটর শো এবং টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রদর্শনীর আয়োজন সফলভাবে করি। এরই ধারাবাহিকতায় আমরা এবার ১৬তম ঢাকা মোটর শো-২০২৩ আয়োজন করতে যাচ্ছি। ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুষঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারেন।

প্রদর্শনীতে ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো, ঢাকা অটোপার্টস শো এবং ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোতে জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ৩০০টি প্রদর্শক, ৫৫০টি বুথের মাধ্যমে অংশ নিচ্ছে। এছাড়াও ২৫টিরও বেশি ভারতীয় কোম্পানি এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর অভিষেক দাস, সেমস গ্লোবালের সিইও এস.এস সারোয়ার।

শেয়ার