Top
সর্বশেষ

পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অসীম কুমার

০৫ মার্চ, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ
পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অসীম কুমার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য সহশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সহশিক্ষাও সমান ভাবে পারদর্শী সেই শিক্ষার্থীই অদূর ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অন্যতায় না। মাদ্রাসা কিংবা স্কুল, যে কোন প্রতিষ্ঠানে সকলেই ঐক্যমতের ভিত্তিতে সরকারে বিভিন্ন জাতীয় দিবসসহ প্রাতিষ্ঠানিক সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করতে হবে পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করার উদাক্ত আহবান জানান।

গন্ডা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা ৭৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দুয়া আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল একথা বলেন।

রবিবার (৫ মার্চ) দুপুরে গন্ডা ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার ৭৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গভনিং বডির সভাপতি আমিরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল।

আলোচনার পূর্বেই অনুষ্ঠানটি উদ্বোধন করেন, উপজেলার গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সন্জু মিয়া। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গন্ডা ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মো. নূরল আলম ফকির।

মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সহ সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গোলাপ প্রমূখ।

এসময় গন্ডা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, গন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক দীপক ব্যার্নাজি, সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, মাদ্রাসা গভনিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীজনসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার