চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৩৯০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব। রবিবার (০৫ মার্চ) সকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর বাগানবাড়ি ও জামাইপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ২৩৯০ লিটার চোলাইমদসহ তাদেরকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর বাগানবাড়ি গ্রামের মৃত চান মুনসির ছেলে আব্দুল মান্নান (৫২) ও তার স্ত্রী মোসা. কোহিনুর বেগম (৪৭)। রবিবার (০৫ মার্চ) রাতে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়৷
র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র্যাবের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর জামাইপাড়া থেকে আব্দুল মান্নানকে ও কালীনগর বাগানবাড়ি থেকে মোসা. কোহিনুর বেগমকে এসব চোলাইমদসহ আটক করে র্যাব। ২৩৯০ লিটার চোলাইমদ ছাড়াও তাদের কাছ থেকে চোলাইমদ তৈরির সরঞ্জাম পাঁচটি প্লাস্টিকের ড্রাম তিনটি এ্যালুমিনিয়ামের পাতিল, সাতটি হাঁড়ি ও চারটি প্লাস্টিকের বালতি জব্দ করে র্যাবের অপারেশন দল।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।