Top
সর্বশেষ

চলতি অর্থবছরের সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি জানুয়ারিতে

০৬ মার্চ, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ
চলতি অর্থবছরের সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি জানুয়ারিতে
ইকবাল আজাদ :

করোনার প্রভাবে দেশের আর্থিক খাতে বেশ টানাপোড়ন পড়েছে। অস্থির এই পরিস্থিতিকে আরেকটু উসকে দিয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। পাশাপাশি ডলার সংকটে কাঁচামাল আমদানিতেও রয়েছে কড়া নির্দেশনা। প্রয়োজনীয় মালামাল আনতে না পারায় উৎপাদনের হারও কমেছে। আবার ডলারের দাম বেড়ে যাওয়ায় মিলছে না উৎপাদন খরচ। ফলে খরচের মাত্রা স্থিতিশীল রাখতে বাধ্য হয়ে ব্যবসা এবং বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশের ব্যবসায়ীরা। পাশাপাশি উৎপাদনের হার কমে যাওয়ায় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার মাত্রা কমিয়েছেন। এতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার ক্রমশ কমেই যাচ্ছে। গত জানুয়ারি মাসে ঋণ প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬২ শতাংশ। যেখানে চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিলো ১৪ দশমিক ১০ শতাংশ।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ ব্যাংকের করা হালনাগাদ সূত্রে এসব তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ব্যাংক খাত। গত জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণের স্থিতি দাঁড়ায় ১৪ লাখ ২৬ হাজার ২৬ কোটি টাকা। যেখানে প্রবৃদ্ধির হার ছিলো ১২ দশমিক ৬২ শতাংশ। যা গত ডিসেম্বরের চেয়েও দশমিক ২৭ শতাংশ কম। ডিসেম্বরে খাতটির ঋণ প্রবৃদ্ধি হয়েছিলো ১২ দশমিক ৮৯ শতাংশ।

এ নিয়ে জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সামির সাত্তার বাণিজ্য প্রতিদিনকে বলেন, গত বছরের কয়েক মাসের ঋণ প্রবাহের চিত্র পর্যালোচনা করলে দেখা যাবে যে গত বছরের শেষ দিকে এসে বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। এ সময়টাতে সরকারের ব্যয়ও বৃদ্ধি পায় এবং আমদানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ উভয়ই হ্রাস পায়। যে কারনে সামগ্রিক বিনিয়োগ আস্থা কমে আসায় জানুয়ারি মাসের দিকে এই ঋণ প্রবাহ কিছুটা কমতির দিকে ছিল। তাছাড়া ব্যবসা পরিচালনার খরচ, পণ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আসতে সময় নিচ্ছে।

 

তিনি বলেন, মূল্যস্ফীতির কারনে তারল্য সরবরাহ কিছুটা সংকুচিত হতে দেখা গেছে। এ সময়টাতে বেসরকারি খাত বিদ্যমান বিনিয়োগকে ধরে রাখার প্রতি বেশি মনযোগী ছিল। একই সাথে আমদানিও কিছুটা কম ছিল। পর্যাপ্ত এলসি খুলতে না পারায় মূলধনী যন্ত্রপাতি আমদানি ছিল স্বাভাবিকের তুলনায় কম। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেই বিনিয়োগে গতি ফিরে আসবে। এতে দুশ্চিন্তার তেমন কিছু নেই বলে আমি মনে করি।

এদিকে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এই ঋণের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছিলো ১৩ দশমিক ৯৫ শতাংশ। আগস্টে ঋণ প্রবৃদ্ধি কিছুটা ইতিবাচক মোড় নিয়ে ১৪ দশমিক শূন্য ৭ শতাংশে দাঁড়ায়। এর পরের মাস সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি কমে নেমে আসে ১৩ দশমিক ৯৩ শতাংশে। অক্টোবরে ১৩ দশমিক ৯১ ও নভেম্বরে ১৩ দশমিক ৯৭ শতাংশে দাঁড়ায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার। গত বছরের শেষ মাস ডিসেম্বরে এ খাতের ঋণ প্রবৃদ্ধির হার ছিলো ১২ দশমিক ৮৯ শতাংশ। এরপর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে এই হার আরও কমে ১২ দশমিক ৬২ শতাংশে থামে। যা বর্তমান অর্থবছরের আগের মাসগুলোর তুলনায় সর্বনিম্ন প্রবৃদ্ধি।

জানা যায়, সাধারণভাবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে থাকে। তবে ২০১৯ সালের নভেম্বরে প্রথমবারের মতো তা নেমে যায় ৯ দশমিক ৮৭ শতাংশে। করোনার প্রভাবে ২০২০ সালে মে মাসে খাতটির ঋণ প্রবৃদ্ধি নামে ৭ দশমিক ৫৫ শতাংশে। তবে সেই বছরের জুন থেকে তা অল্প অল্প করে বাড়তে থাকে। মাঝে ডলারের দাম বৃদ্ধিতে কিছুটা উর্ধ্বগতি দেখা দিলেও সাম্প্রতিক সময়ে আবারও বেসরকারি খাতের ঋণে নেতিবাচক প্রবৃদ্ধি পড়তে শুরু করেছে।

এদিকে বাংলাদেশ ব্যাংক ডলার-সংকট সমাধানে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর পরেও অর্থনীতির বড় এই সংকট কাটছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ কমে দাঁড়াবে ২৫ বিলিয়ন ডলারের আশপাশে। একইসঙ্গে গত বছরের শেষের দিকে বেশ কিছু ব্যাংকের ঋণ অনিয়ম প্রকাশ পায়। এতে ইসলামি ধারার ব্যাংকে কমতে থাকে আমানতের পরিমাণ। তবে সম্প্রতি গ্রাহকরা ব্যাংকে আবারও আমানত রাখতে শুরু করেছে।

বিপি/এএস

শেয়ার