Top
সর্বশেষ

মাদারীপুরে টাকার লোভ দেখিয়ে শিশু বলাৎকার

০৬ মার্চ, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
মাদারীপুরে টাকার লোভ দেখিয়ে শিশু বলাৎকার
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের রাজৈরে ১১ বছরের এক শিশুকে বলাৎকার করার অভিযোগে বীমা কোম্পানির এক কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার (৩মার্চ) এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্র থেকে জানা যায়, রাজৈর উপজেলার হরিদাসদি মহেন্দ্রদী ইউনিয়নের পশ্চিম মহেন্দ্রদী গ্রামের বীমা কর্মি মুজাফফর (৫০) এর বাড়িতে গত ৪ মার্চ বেলা ১২ টার দিকে প্রতিবেশী ফরিদ শেখের ছেলে মাহফিলের জন্য চাউল উঠাতে গেলে অভিযুক্ত মুজাফফর টাকার লোভ দেখিয়ে শিশুটি (১১) কে একটি ফাঁকা ঘরে নিয়ে গামছা দিয়ে হাত পা বেধে বলাৎকার করে।

এসময় শিশুটির চিৎকারে বাড়ীর অন্যান্য লোক এগিয়ে আসলে মুজাফফর পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রাজৈর উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডাঃ তমাল জানান, আমাদের এখানে সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছি।

এ অভিযোগের ভিত্তিতে মোজাফফরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী তাসলিমা বেগম এ অভিযোগ অস্বীকার করেছে, উল্টো তাদেরকে ফাঁসানো হচ্ছে বলে জানান তিনি। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, অভিযোগ পেয়েছি আমরা আইনগত ব্যবস্থা নিশ্চিত করবো।

শেয়ার