Top
সর্বশেষ

দেড়শোর আগেই ইংল্যান্ডের ৬ উইকেট পতন

০৬ মার্চ, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
দেড়শোর আগেই ইংল্যান্ডের ৬ উইকেট পতন
স্পোর্টস ডেস্ক :

শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন জেমস ভিন্স। কারানের পর বাটলারের সঙ্গেও জমে যাচ্ছিলো তার জুটি। তবে সেটা করতে দিলেন না সাকিব আল হাসান। এই স্পিনারের আর্ম ডেলিভারীতে ডিফেন্স করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন ভিন্স। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৩৮ রান।

পরের ওভারেই বোলিংয়ে এসে মঈনকে ফিরিয়েছেন এবাদত হোসেন। লেগ স্টাম্পের ওপর দুর্দান্ত এক ইয়র্কারে এই অলরাউন্ডারকে সরাসরি বোল্ড করেছেন এবাদত। ২ রানের বেশি করতে পারেননি মঈন। এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ২৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান। বাটলার ১২ রান এবং ওকস ২ রান নিয়ে উইকেটে আছেন।

এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে সাকিব-মুশফিকের ব্যাটে ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন সাকিব। ইংল্যান্ডের আর্চার তিনটি ও স্যাম কারান এবং আদিল রশিদ দুইটি করে উইকেট লাভ করেন।

শেয়ার