Top
সর্বশেষ

চট্টগ্রামে বাংলাদেশ পেল জয়ের দেখা

০৬ মার্চ, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামে বাংলাদেশ পেল জয়ের দেখা
স্পোর্টস ডেস্ক :

চট্টগ্রামে এসে ভাগ্য বদলালো বাংলাদেশের। মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ রানের জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে হেরে শেষ করেছে স্বাগতিকরা।

বাংলাদেশের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় ইংল্যান্ডের। দলটির দুই ওপেনার দুর্দান্ত সূচনা এনে দেন ইংল্যান্ডকে। তবে এরপর দারুণভাবে লড়াইয়ে ফিরে টাইগাররা।

শেষ পর্যন্ত ৪৩ ওভার ১ বলে ১৯৬ রান তোলে অলআউট হয় ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে দলের সেরা বোলার সাকিব। এদিন ওয়ানডে ক্যারিয়ারে ৩০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৭৫ রান আসে সাকিবের ব্যাট থেকে। তাছাড়া হাঁফ সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

শেয়ার