রাশিয়া-ইউক্রেন সংঘাতে বেশ অস্থির সময় কাটাচ্ছে বিশ্ব অর্থনীতি। দ্রব্যমূল্যের চড়া গতিতে বিশ্বজুড়ে বেড়েছে মূল্যস্ফীতির পরিমাণ। ফলে মানুষ আগের তুলনায় ভোগ্যপণ্য ক্রয়ের মাত্রা অনেকটা কমিয়ে দিয়েছে। এতে স্বাভাবিকের তুলনায় কমে এসেছে রপ্তানি আয়। যদিও ডলারের দাম বৃদ্ধিতে খালি চোখে রপ্তানিতে প্রবৃদ্ধির মাত্রা ইতিবাচক দেখালেও আদতে ক্রয়াদেশের সংখ্যা কমেছে বেশ। পাশাপাশি দেশে তীব্র আকারে ডলারের সংকট দেখা দেওয়ায় সীমিত করা হয়েছে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার পরিমাণ। তাতে আগের অর্থবছরের তুলনায় আমদানির পরিমাণও অনেকটা কমেছে। কিন্তু এবার আমদানি কমলেও লেনদেনের ভারসাম্যে স্থিতিশীলতা আনা যায়নি। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৮ কোটি মার্কিন ডলার।
বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্ট) নিয়ে তৈরি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৪ হাজার ৪০৩ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। বিপরীতে দেশ থেকে রপ্তানি হয়েছে ৩ হাজার ৬৪ কোটি ডলারের পণ্য। এতে ১ হাজার ৩৩৮ কোটি বা ১৩ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। যদিও ডলারের চড়া দামে গত সাত মাসে রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। এতে বরাবরের মতো এবারও তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি অবদান রেখেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেডিমেট গার্মেন্টসের প্রবৃদ্ধির হার ১৪ দশমিক ৩১ শতাংশ।
তাছাড়া এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১০৮ কোটি ডলার। শেষ ডিসেম্বরে দেশে বাণিজ্য ঘাটতি ছিলো ১ হাজার ২৩০ কোটি ডলার। অবশ্য চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় গত অর্থবছরে বাণিজ্য ঘাটতি তুলনামূলক বেশি ছিলো। গত ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে বাণিজ্য ঘাটতি ছিলো ১ হাজার ৮৮১ কোটি ডলার। যা বর্তমান সময়ের তুলনায় ৫৪৩ কোটি ডলার বেশি। ডলার সংকটের কারণে বিলাসী পণ্য সামগ্রী আমদানিতে নিরুৎসাহিত করেছে সরকার। ফলে এলসি খোলার সীমিত গতিতে বর্তমান অর্থবছরে বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, গত বছরের শেষ তিন মাসে আমাদের ৫০০ কোটির উপরে রপ্তানি হয়েছে। এমনকি টানা চার মাস আমাদের রপ্তানি খাতে বেশ উন্নতি হয়েছে। কিন্তু সেই অনুযায়ী আমাদের রপ্তানি প্রবাহ বাড়ছে না। এর পেছনে বড় কারণ আমাদের থ্রেড ক্রেডিট বেড়ে গেছে। অর্থাৎ আমরা যেই পরিমাণ রপ্তানি করেছি, সেই পরিমাণ ডলার আমরা এখনো হাতে পাইনি।
তিনি বলেন, ডলার সংকটে আমরা চাহিদা কমিয়ে আমদানি ব্যয় বেশ কমিয়েছি। আগের তুলনায় আমাদের আমদানি ব্যয় এবার প্রায় ৫ শতাংশ কমে গেছে। এতে আশা করা হচ্ছিলো আমাদের লেনদেনের ভারসাম্যে কিছুটা স্থিতিশীলতা আসবে। কিন্তু এর মাঝে প্রবাসী আয় আবার অনেকটা কমে গেছে। ফলে ঘাটতিটা আমরা আসলে পূরণ করতে পারছি না।
বাণিজ্য ঘাটতি থেকে উত্তরণের সমাধান তুলে ধরে এই অর্থনীতিবিদ বলেন, আমাদের আমদানির চাহিদা কমিয়ে রপ্তানিতে যোগান বাড়াতে হবে। যদিও পণ্য উৎপাদনের ক্ষেত্রে এ ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তবে সীমার মধ্যে থেকে এ কাজটা আমাদের করতে হবে। পাশাপাশি এক্সচেঞ্জ রেট পলিসিতে কিছুটা পরিমার্জন প্রয়োজন। আর্থিক খাতের স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী নীতিগুলোতে কিছুটা পরিবর্তন আনা গেলে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে দেশের সেবা খাত। রপ্তানি বহুমুখীকরণসহ এই খাতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন বিনিয়োগের সুযোগ। ফলে এই খাতে বিনিয়োগকারীর চাহিদা বাড়ছে। বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি শেষে সেবা খাতে বাংলাদেশ আয় করেছে ৫২৬ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে কাঁচামাল এবং বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে ৭৫০ কোটি ডলার ব্যয় হয়েছে। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ২২৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ২০২ কোটি ডলার। সেবা খাতের মধ্যে খুচরা বিক্রয়, ব্যাংক, বিমা, হোটেল, রিয়েল স্টেট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কর্মকাণ্ড, কম্পিউটার সেবা, বিনোদন, প্রচার মাধ্যম, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ইত্যাদি অন্তর্ভুক্ত।
বিশ্লেষকদের মতে, চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে উদ্বৃত্ত থাকা ভালো। এতে নিয়মিত লেনদেনে সমতা থাকায় দেশকে কোনো ঋণ করতে হয় না। কিন্তু এ খাতেও ঘাটতিতে ভুগছে বাংলাদেশ। তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি মাস শেষে চলতি হিসাব বা কারেন্ট একাউন্ট ব্যালেন্স খাতে ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে ৫০৩ কোটি ডলার। আগের অর্থবছরে একই সময়ে এ ঘাটতি ছিল ১ হাজার ২৬ কোটি ডলার। হিসাব অনুযায়ী, বর্তমান অর্থবছরে এ খাতে ঘাটতির পরিমাণ প্রায় অর্ধেকটা কমলেও উদ্বৃত্তের চেহারা দেখা যায়নি। ফলে হিসাবের সমতা মেলাতে সরকারকে বাধ্য হয়ে ঋণ নিতে হচ্ছে। তাছাড়া সামগ্রিক লেনদেনেও (ওভার অল ব্যালেন্স) বড় ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। জানুয়ারি শেষে সামগ্রিক লেনদেনের (ঋণাত্মক) অঙ্ক ৭৩৮ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ২০৫ কোটি ডলার ঘাটতি ছিল।
তবে নানান ঘাটতির মাঝে কিছুটা সুখবর দিচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই। উন্নয়নশীল দেশ হতে চলা বাংলাদেশের নানান খাতে এখনো বিনিয়োগ করে চলেছে বিদেশি প্রতিষ্ঠানগুলো। আগের বছরের একই সময়ের তুলনায় এফডিআই খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জুলাই-জানুয়ারি ২৭৩ কোটি ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৩০৬ কোটি ডলারে উঠেছে। অর্থাৎ দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। পাশাপাশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ভোগ করা মুনাফার অর্থ বাদ দিয়ে তৈরি নিট এফডিআই এর পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আলোচিত সময়ে নিট বিদেশি বিনিয়োগও বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে নিট বিদেশি বিনিয়োগ ছিল ১২৯ কোটি ডলার।
২০২০-২১ অর্থবছরে লেনদেন ভারসাম্যে ঘাটতিতে পড়ে বাংলাদেশ। প্রায় ৪ বিলিয়ন ডলারের ঘাটতি নিয়ে শেষ হয়েছিল ওই বছর। তার আগে ৯ দশমিক ২৭ বিলিয়ন ডলারের বড় উদ্বৃত্ত নিয়ে ২০১৯-২০ অর্থবছর শেষ হয়েছিল। ২০১৮-১৯ অর্থবছরে উদ্বৃত্ত ছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।