Top
সর্বশেষ

আনোয়ারায় গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

০৮ মার্চ, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ণ
আনোয়ারায় গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারায় জেসমিন আক্তার নামে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর‌ থেকে পলাতক রয়েছেন তার স্বামী।

মঙ্গলবার ( ৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ পশ্চিম পাড়ার এলাকার একটি কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জেসমিন আক্তার বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া গ্রামের বাসিন্দা। আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেডে চাকরির সুবাদে স্বামী মঈন উদ্দিনের সাথে ভাড়া বাসায় থাকত।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

শেয়ার