Top
সর্বশেষ

ক্রিকেট থেকে রাজ্জাক-নাফিসের বিদায়

১৩ ফেব্রুয়ারি, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
ক্রিকেট থেকে রাজ্জাক-নাফিসের বিদায়
স্পোর্টস ডেস্ক :

সব ধরণের ক্রিকেটকে বিদায় বললেন স্পিনার আব্দুর রাজ্জাক ও ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে এক অনুষ্ঠানে জাতীয় দলের দুই ক্রিকেটার অবসরের ঘোষণা দেন।

বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা কিংবা খেলোয়াড়ী জীবনের ইতি টানার ঘটনা খুব কমই আছে। সেখানে বাঁহাতি স্পিনার রাজ্জাক ও বাঁহাতি ব্যাটসম্যান নাফিস বড় মঞ্চে নিজেদের খেলোয়াড়ী জীবনের ইতি টানলেন। তাঁদের জন্য ছোট্ট আয়োজনের উদ্যোগ নেয় ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) । যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীসহ ও বোর্ডের একাধিক পরিচালক।

২২ গজকে বিদায় বললেও দেশের ক্রিকেটের সঙ্গে থাকবেন দুজনই। জাতীয় নির্বাচকের দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক। শাহরিয়ার নাফিস কাজ করবেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে।

দেশের হয়ে দুজনের যাত্রা শুরু একদিনের ক্রিকেট দিয়ে। রাজ্জাক ২০০৪ সালে, নাফিস এক বছর পরই। হংকংয়ের বিপক্ষে অভিষেকের পর রাজ্জাক ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন ১৫৩ ম্যাচ। এ সময় উইকেট নিয়েছেন ২০৭টি। সেরা বোলিং ২৯ রানে ৫ উইকেট। এ ছাড়া ১৩ টেস্টে ২৮ ও ৩৪ টি-টোয়েন্টিতে ৪০ উইকেট নিয়েছেন তিনি।

বিদায়ের মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে রাজ্জাক বলেন, ‘আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না। কিছু বলার অবস্থায় নেই। প্রত্যেকটা জিনিসেরই শেষ আছে, শেষ করতে হবে এবং অবশ্যই দেখা যাবে আমাদের জায়গাতে অন্য কেউ আসবে। তাদেরকেও জায়গা করে দিতে হবে।’

খেলা ছেড়ে দেয়ার পর নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে নাফীস বলেন, ‘একটু কঠিন। গতকাল থেকেই চিন্তাভাবনা করছিলাম। আমি খেলব না- তাতে খুব কষ্ট লাগছে না, তবে অনুভূতিটা কেমন অদ্ভুত যেনো। আমি একটা স্কুলে পড়লাম, স্কুল ছেড়ে দিচ্ছি- ওরকম অনুভূতি। খুবই অদ্ভুত। আমি সবসময় সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নিয়েছি, পরিস্কার করে।’

অবসরের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘আমি চিন্তা করেছি যখন একজন খেলোয়াড় হিসেবে আর অবদান রাখতে পারব না, তবে সবসময় বলেছি আমি ক্রিকেটের সাথেই থাকব। আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক সময়। কারণ খেলে যতটুকু অবদান রাখতে পারব তার চেয়ে বেশি এখন পারব। এজন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়নি।’

উল্লেখ্য, দেশের ক্রিকেটের সবসময়ের অন্যতম সফল ওপেনার শাহরিয়ার নাফীস ২৪ টেস্টে এক সেঞ্চুরি, ৭ হাফ সেঞ্চুরিসহ ১২৬৭ রান করেন। ৭৫ ওয়ানডেতে তার রয়েছে ৪টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ সেঞ্চুরি, রান ২২০১। দেশের হয়ে ১টি-টোয়েন্টিও খেলেছেন নাফীস, যেখানে তিনি করেছেন ২৫ রান।

শেয়ার