Top

ফুটফুটে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন মা

০৮ মার্চ, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
ফুটফুটে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন মা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের একটি বেডে সুয়ে আছেন মানসিক এক মানসিক ভারসাম্যহীন নারী। পাশে সদ্য নবজাতক একটি ফুটফুটে সন্তান। উসকোখুসকো ওই নারী সন্তান জন্ম দিলেও নেই তার বাবা।

মঙ্গলবার (০৭ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রাস্তার পাশে থাকা এক মানসিক ভারসাম্যহীননারী বাচ্চা প্রসব করেছে। বর্তমানে মা ও সদ্য নবজাত মেয়ে দুজনই সুস্থ আছে।

একই ওয়ার্ডে থাকা অন্য রোগীর স্বজনরা বলছেন, বাচ্চাটা অনেক সুন্দর। পাগলী মায়ের ভালোবাসা আদর যত্ন পেলেও, আফসোস বাচ্চাটার বাবা হয়নি কেউ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের এক মুদি দোকানের সামনে ওই নারীর প্রসব বেদনা উঠে। তা দেখে স্থানীয়রা জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই নারীকে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। সরকারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় ওই নারী কন্যা সন্তান জন্ম দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মানসিক ভারসাম্যহীন নারী প্রসব বেদনায় ছটফট করছে। তড়িঘড়ি করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতালে ওই নারী কন্যা সন্তান জন্ম দিয়েছে।

এদিকে, পুলিশ বাবার পরিচয় ছাড়া সন্তান জন্ম দেয়া ওই নারী ও সন্তানকে সার্বিক সহযোগিতা করছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

শেয়ার