Top
সর্বশেষ

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

০৮ মার্চ, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন
মানিকগঞ্জ প্রতিনিধি :

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

এদিকে আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, এলজিইডি মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন নারী সংগঠন অংশ গ্রহণ করেন।

অপরদিকে দিনটিকে সামনে রেখে শহরের বিজয় মেলার মাঠের গেট প্রাঙ্গণে প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পরের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ, এডিএম সানজিদা শারমিন, পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা শাখার জাতীয় মহিলা সংস্থার সভাপতি লক্ষ্মী চ্যাটার্জী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদূলা রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

শেয়ার